কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

বেকারত্ব নিয়ে মিথ্যা তথ্য বাইডেনের

বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের আগে আগে প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে অংশ নিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৭ জুন) স্থানীয় সময় রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টা) এ বিতর্ক শুরু হয়েছে।

বিতর্কে কালো বা আফ্রিকান আমেরিকাদের বেকারত্ব নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের সময়ে বেকারত্ব সবচেয়ে কমেছে বলে দাবি করেছেন তিনি। তবে তার এ দাবি সত্য নয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাদ্যম সিএনএন।

শুক্রবার সকালে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেন, তিনি রাষ্ট্রপতি থাকাকালে আমেরিকানদের মধ্যে বেকারত্বের হার সর্বনিম্ন। তিনি বলেন, দীর্ঘ সময়ের মধ্যে বেকারত্বের হার সর্বনিম্ন স্তরে পৌঁছেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বাইডেনের এমন দাবি সত্য নয়। দীর্ঘ সময় ধরে বেকারত্বের হার সর্বনিম্ন নয়।

প্রতিবেদনে বলা হয়েছে, কালো বা আফ্রিকান আমেরিকানদের মধ্যে রেকারত্বের হার ২০২৪ সালের মে মাসে ছিল ছয় দশমিক এক শতাংশ। এর আগে ২০২৩ সালের এপ্রিলে এ হার চার দশমিক আট শতাংশে নেমে এসেছিল।

সিএনএন জানিয়েছে, আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে দুটি মুখোমুখি বিতর্কের বিষয়ে একমত হয়েছেন বাইডেন ও ট্রাম্প। দুটি বিতর্কের আয়োজক সিএনএন ও এবিসি। এর মধ্যে বৃহস্পতিবার সিএনএনের আটলান্টা স্টুডিওতে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। আর দ্বিতীয় বিতর্কটি অনুষ্ঠিত হবে আগামী ১০ সেপ্টেম্বর।

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচেষ্টার নেতৃত্ব দিয়ে আসছে প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে এ যুদ্ধ শুরু হওয়ার পর বাইডেনের উদ্যোগে অস্ত্র ও বাজেট-সহায়তা হিসেবে কিয়েভের জন্য ১৭ হাজার ৫০০ কোটি ডলার অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। তবে ইউক্রেনকে সহায়তা প্রদানের বিষয়ে আপত্তি জানিয়ে আসছেন ট্রাম্প।

ট্রাম্প ক্ষমতায় ফিরলে দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে ও মূল্যস্ফীতি ফিরে আসবে বলে এরই মধ্যে সতর্ক করেছেন ১৬ জন নোবেল পুরস্কারজয়ী অর্থনীতিবিদ। এক চিঠিতে এ সতর্কবার্তা উচ্চারণ করেন তারা। গত মঙ্গলবার এ চিঠি প্রকাশ করা হয়। চিঠিতে ওই অর্থনীতিবিদরা বলেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প জিতলে তিনি ‘আর্থিকভাবে দায়িত্বহীন বাজেটের’ মাধ্যমে বিশৃঙ্খলা উসকে দিতে ও উচ্চ মূল্যস্ফীতি ফিরিয়ে আনতে পারেন।

অর্থনীতিবিদরা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বর্তমান বাইডেনের ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, কভিড-১৯ মহামারির পর থেকে মার্কিন শ্রমবাজারের পুনরুত্থান উল্লেখ করার মতো দৃঢ় ও যথাযথ হয়েছে।

নোবেলজয়ী অর্থনীতিবিদরা বলেন, ‘যদিও অনেক অর্থনৈতিক নীতির সুনির্দিষ্ট বিষয় নিয়ে আমাদের প্রত্যেকের আলাদা মতো রয়েছে, কিন্তু একটা বিষয়ে আমরা একমত যে, ট্রাম্পের চেয়ে বাইডেনের অর্থনৈতিক কর্মসূচি অনেক ভালো।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ভারত বৈঠক ডিসেম্বরে, হতে পারে হাসিনার প্রত্যর্পণের আলোচনা

এবার পাবিপ্রবিতে চোর সন্দেহে আটক যুবক

পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর

সুষ্ঠু নির্বাচনের জন্য যা প্রয়োজন, তা করা হবে : সিইসি

পুতিনকে ইউরোপীয় ইউনিয়নের কড়া বার্তা

ব্রেক ফেল হওয়ায় প্ল্যাটফর্মের ২ কিমি দূরে থামলো ট্রেন

যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

সেনাকুঞ্জে খালেদা জিয়ার উপস্থিতি নিয়ে রাষ্ট্রদূত আনসারীর ফেসবুক পোস্ট

গতির পার্থে লড়াইয়ের জোশ

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে জাসদ ছাত্রলীগ নেতাকে বেধড়ক মারধর

১০

টেনিসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

১১

ঋণ আদায়ে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি

১২

সাতক্ষীরায় সংবর্ধিত সাবিনারা

১৩

ভাষাবিজ্ঞানী মুহম্মদ আবদুল হাইয়ের ১০৫তম জন্মবার্ষিকী পালন

১৪

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, যেভাবে দেখছে যুক্তরাষ্ট্র

১৫

সশস্ত্র বাহিনী দিবস / নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

১৬

স্বীকৃতিটা আক্ষেপ বাড়াচ্ছে!

১৭

বাংলাদেশে ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক সেবন করেন

১৮

মার্সেল ফ্রিজ কিনে গাড়ি পেলেন ঢাকার আনিসুর রহমান

১৯

বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতার মৃত্যু

২০
X