হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্মরণে জাতিসংঘের সাধারণ পরিষদ এক মিনিট নীরবতা পালন করেছে। বৃহস্পতিবার (২৩ মে) অধিবেশনে অংশগ্রহণকারীরা নীরবতা পালনের মাধ্যমে রাইসিকে স্মরণ ও শ্রদ্ধা জানান। ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা এমনটি জানিয়েছে।
এ সময় ইউএনজিএ প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস সাধারণ পরিষদের পক্ষ থেকে ইরানের জনগণ ও সরকারের প্রতি সমবেদনা জানান।
এ ছাড়া বৃহস্পতিবার সাংহাই কো-অপারেশন অরগানাইজেশনের সদস্য দেশগুলোর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং চেয়ারপারসনরা রাইসি এবং তার নিহত সফরসঙ্গীদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করেছেন।
উজবেকিস্তানের তাসখন্দে ১৯তম সভায় ইরানের হাই কাউন্সিল ফর হিউম্যান রাইটসের সেক্রেটারি কাজেম ঘারিবাদি ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান এবং তাদের সফরসঙ্গীদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করেছিল। তখন জাতিসংঘের পতাকাও অর্ধনমিত করা হয়।
জানা গেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চলতি মে মাসের প্রেসিডেন্ট মোজাম্বিক। জাতিসংঘে নিযুক্ত মোজাম্বিকের রাষ্ট্রদূত পেদ্রো কমিসারিও আফনসো ইরানের প্রেসিডেন্ট রাইসিসহ তার সফরসঙ্গীদের স্মরণে নিরাপত্তা পরিষদের সদস্যদের দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করতে বলেন।
তার আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রসহ নিরাপত্তা পরিষদের সদস্যরা এক মিনিট নীরবতা পালন করেন। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। তিনি এ পদক্ষেপকে লজ্জাজনক ঘটনা হিসেবে অভিহিত করেন।
এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় গিলাদ বলেন, ‘আপনারা ঠিকই দেখেছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের গণহত্যাকারী প্রেসিডেন্ট রাইসির স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে। কী লজ্জাজনক!’ নিরাপত্তা পরিষদ বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন ইসরায়েলি রাষ্ট্রদূত।
হেলিকপ্টারটি গত রোববার দুপুরের দিকে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পর্বতঘেরা ভারজাগান এলাকায় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ ৮ আরোহী ছিলেন।
সোমবার সকালে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া যায়। এরপর রাইসিসহ হেলিকপ্টারটির সব আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করে ইরান সরকার।
মন্তব্য করুন