যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকিংয়ের অভিযোগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) সাইবার ইলেকট্রনিক কমান্ডের ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়া ছয় কর্মকর্তা হলেন, হামিদ রেজা লশগারিয়ান, মাহদি লাশগারিয়ান, হামিদ হোমায়ুনফাল, মিলাদ মানসুরি, মোহাম্মদ বাগের শিরিঙ্কার ও রেজা মোহাম্মদ আমিন সাবেরিয়ান।
নিষেধাজ্ঞার আওতায় এই ছয় ইরানি কর্মকর্তা যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্পত্তি ও দেশটির আর্থিক ব্যবস্থা ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হবেন। এ ছাড়া কোনো মার্কিন নাগরিক তাদের সঙ্গে লেনদেন করতে পারবেন না।
এ ছাড়া শুক্রবার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ক্রয় কর্মসূচিকে লক্ষ্য করেও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পৃথক আরেক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির উপকরণ ও প্রযুক্তি সরবরাহে জড়িত চারটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই চার প্রতিষ্ঠান ইরান ও হংকংভিত্তিক। ইরানের পণ্য চীনে বিক্রির অভিযোগে হংকংভিত্তিক আরেকটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন। তবে যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাস এই নিষেধাজ্ঞাকে বেআইনি ও একতরফা পদক্ষেপ বলে সমালোচনা করেছে।
মন্তব্য করুন