ফিলিস্তিনের গাজায় সাংবাদিক হত্যা বন্ধ ও তাদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও নৃশংসতার তীব্র নিন্দা এবং ক্ষোভ জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব সাউথ এশিয়ান আমেরিকান জার্নালিস্ট নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্রের এশিয়ান সাংবাদিকদের এ সংগঠনটির উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভায় এ দাবি জানানো হয়। সভায় বক্তারা অবিলম্বে এ হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতি আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লস্কর আল মামুনের সঞ্চালনায় ‘গাজায় সাংবাদিকদের ওপর ইসরায়েলি নৃশংসতা’ শীর্ষক আলোচনায় বিশেষ আলোচক হিসেবে অংশ নেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি প্লেইন্সবোরো শহরের কাউন্সিলর, একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী রানা হাসান মাহমুদ, সাংবাদিক জিসান জাভেদ, দস্তগীর জাহাঙ্গীর, অহিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি প্রকৌশলী রানা হাসান মাহমুদের উদ্যোগে যুক্তরাষ্ট্রে কর্মরত দক্ষিণ এশিয়ান অরিজিন সাংবাদিকদের নিয়ে গঠিত হয় অ্যাসোসিয়েশন অব সাউথ এশিয়ান আমেরিকান জার্নালিস্ট সংগঠন।
মন্তব্য করুন