যুক্তরাষ্ট্রের ইলিনয়ের চ্যাথামে আফটার-স্কুল ক্যাম্পে একটি গাড়ি আচমকা ঢুকে পড়ে। গাড়িটির চাপায় ৪ থেকে ১৮ বছর বয়সী চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর সিএনএনের।
স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৩টা ২০ মিনিটে ইলিনয় স্টেট পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। তারা বলেছে, একটি গাড়ি আফটার-স্কুল ক্যাম্পের পূর্ব দিকে প্রবেশ করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু পুলিশ সেখানে পৌঁছার আগেই ছাত্রীদের চাপা দেয় গাড়িটি।
চ্যাথাম পুলিশ বিভাগের ডেপুটি চিফ স্কট টার্টার এক সংবাদ সম্মেলনে বলেন, গাড়িটি ভবনের পূর্ব দিক দিয়ে প্রবেশ করে বাইরে থাকা বেশ কয়েকজনকে আঘাত করে এবং পশ্চিম দিক দিয়ে বেরিয়ে যায়।
কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে তিনজন বাইরে এবং একজন ভবনের ভেতরে আঘাতপ্রাপ্ত হন। সাঙ্গামন কাউন্টি করোনার জিম অ্যালমনের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, নিহত চারজনই ছাত্রী।
রাজ্য পুলিশ জানায়, বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যার মধ্যে একজনকে হেলিকপ্টারে করে স্থানান্তর করা হয়।
ঘটনাস্থলের ভিডিওতে জিমের মতো বড় ভবনের নিচের দিকে ভাঙা দেখা গেছে। বেশ কয়েকটি আইনশৃঙ্খলা রক্ষাকারী গাড়ি সেখানে দৃশ্যমান এবং একটি হেলিকপ্টার এলাকার উপর দিয়ে উড়তে দেখা যায়।
রাজ্য পুলিশ জানায়, গাড়িতে একমাত্র চালক ছিলেন। তিনি অক্ষত রয়েছেন এবং তার শারীরিক অবস্থা যাচাইয়ের জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পরিস্থিতি বা চালকের বিরুদ্ধে অভিযোগ আনা হবে কি না সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো তথ্য প্রকাশ করেনি। সোমবার মধ্যরাত পর্যন্ত সিএনএন কোনো অতিরিক্ত তথ্য জানতে পারেনি।
আফটার-স্কুল ক্যাম্প সাধারণত নিরাপদ, মজাদার ও উদ্দীপক। গ্রীষ্মকালীন ক্যাম্পে শিক্ষার্থীদের বাস্তব বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ করে দিতে এ ধরনের আয়োজন করা হয়।
এ বিষয়ে গভর্নর জেবি প্রিটজকার বলেন, তার প্রশাসন এই দুর্ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নিহতদের পরিবারের জন্য সমবেদনা। তাদের অকল্পনীয় শোকের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে যেন কোনো অভিভাবক কখনই না পড়েন।
মন্তব্য করুন