যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে এক ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয় ডেল্টা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ। বিমানের এক ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে গেলে তাৎক্ষণিকভাবে আরোহীদের সরিয়ে নেওয়া হয়, ফলে শেষ মুহূর্তে প্রাণে বেঁচে যান সব ২৯৪ আরোহী।
সোমবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকালবেলা বিমানবন্দরের টারম্যাকে থাকা অবস্থায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ঘটনাটির সময় বিমানে ২৮২ জন যাত্রী ছাড়াও ১০ জন কেবিন ক্রু এবং ২ জন পাইলট ছিলেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানের ডান পাশের ইঞ্জিন থেকে ধোঁয়া এবং আগুন বের হচ্ছে। একইসঙ্গে যাত্রীরা জরুরি ইনফ্লেটেবল স্লাইড ব্যবহার করে দ্রুত নিচে নামছেন। রানওয়েতে উপস্থিত কর্মীরা যাত্রীদের নিরাপদে সরিয়ে আনতে সহায়তা করেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের পরপরই দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কী কারণে এই আগুন লেগেছে, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়।
এ বিষয়ে ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, “বিমানটির দুটি ইঞ্জিনের একটির টেলপাইপে আগুন দেখা গেলে ফ্লাইট ক্রুরা দ্রুততার সঙ্গে যাত্রীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে। আমরা আমাদের যাত্রী ও কর্মীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দিই।”
সংস্থাটি আরও জানায়, রক্ষণাবেক্ষণ বিভাগ প্রাথমিকভাবে বিমানটি পরিদর্শন করবে এবং এরপর এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
শেষমেশ দ্রুত পদক্ষেপ ও সুচারু ব্যবস্থাপনার কারণে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে, যা ফ্লোরিডার বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার দক্ষতা ও ডেল্টা ক্রুদের প্রস্তুতির প্রশংসনীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্তব্য করুন