কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০১:৪৩ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

তুরস্কের সঙ্গে সমস্যা থাকলে ঠিক করে দেব, নেতানিয়াহুকে ট্রাম্প

ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু এবং এরদোয়ান। ছবি : সংগৃহীত
ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু এবং এরদোয়ান। ছবি : সংগৃহীত

তুরস্কের সঙ্গে ইসরায়েলের কোনো সমস্যা থাকলে ঠিক করে দেবেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এ আশ্বাস দিয়েছেন তিনি। খবর আনাদোলু এজেন্সির।

সোমবার (৭ এপ্রিল) ট্রাম্প ওভাল অফিসে নেতানিয়াহুকে আতিথ্য দেওয়ার সময় সাংবাদিকদের সামনে ট্রাম্প এসব বলেন। তবে শর্ত দেন, তুরস্কের সাথে ইসরায়েলের যেকোনো বিরোধের ক্ষেত্রে নেতানিয়াহুকে যুক্তিসঙ্গত হতে হবে। এ সময় রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, তুরস্কের সঙ্গে আপনার যেকোনো সমস্যা থাকলে, আমি মনে করি আমি সমাধান করতে পারি। আমি বলতে চাইছি, যতক্ষণ আপনি যুক্তিসঙ্গত থাকবেন ততক্ষণ আমি আছি। আপনাকে যুক্তিসঙ্গত হতে হবে। আমাদের যুক্তিসঙ্গত হতে হবে।

নেতানিয়াহুর উদ্দেশ্যে একটি ডাকনাম ব্যবহার করে তিনি আরও বলেন, যদি তুরস্কের সাথে আপনার কোনো সমস্যা থাকে, আমি সত্যিই মনে করি আপনি তা সমাধান করতে পারবেন। আপনি জানেন, তুরস্ক এবং তাদের নেতার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। আমি মনে করি আমরা এটি সমাধান করতে সক্ষম হব। তাই আমি আশা করি, কোনো সমস্যা হবে না। আমার মনে হয় না কোনো সমস্যা হবে।

ট্রাম্প বলেন, এরদোয়ানের সাথে তার দুর্দান্ত সম্পর্ক রয়েছে। এরদোয়ানকে একজন কঠোর লোক এবং খুবই বুদ্ধিমান বলে উল্লেখ করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট এ-ও জানান, এরদোয়ান এমন কিছু করেছেন যা কেউ করতে পারেনি। তিনি বিশ্বাস করেন তুরস্কই গত ডিসেম্বরে সিরিয়ার সাবেক দীর্ঘকালীন শাসক বাশার আল-আসাদের পতনের পরিকল্পনা করেছিল।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি বলেছিলাম, অভিনন্দন। আপনি এমন কাজ করেছেন যা ২,০০০ বছরে কেউ করতে পারেনি। আপনি ভিন্ন নামে সিরিয়া দখল করেছেন, কিন্তু একই জিনিস। এরদোয়ান সারোগেটের মাধ্যমে এটি দখল করেছেন।

সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর থেকেই ইসরায়েল সিরিয়ার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের হামলার উদ্দেশ্য স্পষ্ট করে জানায় যে, তারা সিরিয়ায় শত্রুভাবাপন্ন কোনো শক্তিকে টিকে থাকতে দিতে চায় না এবং তাদের উপস্থিতি সিরিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকির সৃষ্টি করছে।

অপরদিকে তুরস্ক সিরিয়ায় স্থিতিশীলতার ওপর জোর দিচ্ছে। ৪ এপ্রিল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েলের একের পর এক হামলা সিরিয়ার নতুন সরকারের সক্ষমতা কমিয়ে ফেলবে এবং এতে ইসলামিক স্টেটসহ (আইএস) বিভিন্ন শত্রু গোষ্ঠীর হুমকি মোকাবিলায় সমস্যা সৃষ্টি হবে। এ পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় বিপদ সৃষ্টি করতে পারে। তবে সিরিয়ায় ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াতে চায় না তুরস্ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা সবাই এক পরিবারের সদস্য : প্রধান উপদেষ্টা

আহতদের চিকিৎসা দিতে ফিলিস্তিন যেতে চান সিলেটের নার্সরা

বাংলাদেশে প্রথম ‘হার্ভার্ড HSIL হ্যাকাথন ২০২৫’ ইউআইইউ’তে অনুষ্ঠিত

নেতাকর্মীদের উদ্দেশে ছাত্রদলের জরুরি নির্দেশনা

মা-বাবার কাছে যেতে চায় আরাধ্য

‘আমাকে ছাড়িয়ে নিন’, ভিডিওতে ইসরায়েলি জিম্মির আবেদন

ইয়েমেনে জড়ো হচ্ছে হাজার হাজার সৈন্য

বেরোবিতে শিক্ষকদের হাজিরা শিটে মুজিববর্ষের লোগো

সামিটে ৩১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে : বিডা চেয়ারম্যান

খোলামেলা নাচে বিপাকে মাহি

১০

স্ট্যান্ড দখল নিয়ে ফের দুগ্রুপের সংঘর্ষ, বিএনপি নেতা গুলিবিদ্ধ

১১

বিগত সরকার নববর্ষকে এককেন্দ্রিক করে ফেলেছিল : রিজভী

১২

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি : কাকে ঠেকাতে, কাকে রক্ষায়?

১৩

‘সামিটে সরকারের খরচ ১ কোটি ৪৫ লাখ টাকা’

১৪

মহিষ লুট করে বিএনপির ১১ নেতাকর্মী কারাগারে

১৫

বিদেশি অনুষ্ঠানে সবার নজর কাড়লেন সিরিয়ার ফার্স্ট লেডি

১৬

ডাক বিভাগে সেবার মান বাড়াতে বিভিন্ন পদক্ষেপ শুরু

১৭

নরসিংদীতে চাঁদা না পেয়ে শ্রমিক দল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

১৮

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চমকপ্রদ সাফল্য

১৯

পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মানুষ মেনে নেবে না : দুলু

২০
X