কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ১০:৫৪ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে হামলায় পিছু হটে আলোচনার প্রস্তাব ট্রাম্পের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে বোমা হামলার হুমকি দিয়েও শেষ পর্যন্ত পিছু হটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক চুক্তি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এবার তিনি তেহরানকে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্পের এই অবস্থান পরিবর্তনের পেছনে রয়েছে ইরানের দৃঢ় প্রতিক্রিয়া ও পাল্টা হুমকি।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান আগে মধ্যস্থতাকারীর মাধ্যমে কথা বলতো, এখন তারা সরাসরি আলোচনায় আগ্রহ দেখাচ্ছে বলে মনে হচ্ছে। আমি বিশ্বাস করি সরাসরি সংলাপই সবচেয়ে কার্যকর।

এর আগে গত মাসে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন ট্রাম্প। তবে তেহরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপরই প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরান যদি নতুন চুক্তিতে না আসে, তাহলে বোমা হামলা চালানো হবে।

ইরান এই হুমকিকে গুরুত্ব না দিয়ে পাল্টা সুরে জানায়, তারা আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, মার্কিন হুমকির কাছে ইরান কখনো মাথা নত করবে না। হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে।

একইসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, তেহরান সরাসরি আলোচনায় নয়, কূটনৈতিক বার্তা বিনিময়ের মাধ্যমে সমস্যার সমাধান চায়।

উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যুতে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। ২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তিটি ট্রাম্প ২০১৮ সালে একপাক্ষিকভাবে বাতিল করেন। এরপর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমেই জটিল ও উত্তপ্ত হয়ে উঠেছে।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে ইরানের ওপর চাপ বাড়াতে নতুন চুক্তির প্রস্তাব দিয়ে আসছেন। তবে এবার তার অবস্থান কিছুটা নমনীয় হয়ে পড়েছে বলেই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। বিশ্ব কূটনীতির চোখ এখন ওয়াশিংটন-তেহরানের সম্ভাব্য নতুন সংলাপের দিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের শুল্কারোপ রপ্তানিতে তেমন প্রভাব ফেলবে না : অর্থ উপদেষ্টা

শিক্ষার্থীদের অভিযোগ / ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভয়াবহ গড়িমসি করছে  

কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

গাছে ঝুলছিল মা-ছেলের মরদেহ

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ৫০

বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

ভারতে ওয়াকফ আইনের বিরোধিতা করে আসিফ নজরুলের স্ট্যাটাস 

ভয়ংকর যুদ্ধের পরিকল্পনা করছেন পুতিন, গোয়েন্দা রিপোর্ট

এরদোয়ানের দলে যোগ দিলেন বিশ্বকাপজয়ী তারকা ওজিল

১০

প্রতিপক্ষ কোচের নাক চেপে ধরে তিন ম্যাচ নিষিদ্ধ মরিনহো

১১

‘বিশ্ব দরবারে বাংলাদেশ ক্রিকেটের মজবুত অবস্থান তৈরি করেছিলেন আরাফাত রহমান’

১২

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৬৬ লাখ টাকার টোল আদায়

১৩

দীর্ঘ ছুটি শেষে বুধবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৪

ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড 

১৫

ছয় ম্যাচ হাতে রেখেই ফরাসি লিগের অপরাজিত চ্যাম্পিয়ন পিএসজি

১৬

চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ

১৭

পেনাল্টির বাজিতে হেরে ভ্যালেন্সিয়ার গোলকিপারকে টাকা দেননি ভিনি!

১৮

মদ্যপ অবস্থায় থানায় ঢুকে পুলিশকে হত্যার হুমকি, অতঃপর...

১৯

হজ মৌসুমে কেন ভিসা নিষেধাজ্ঞা দেয় সৌদি

২০
X