কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ১০:৪১ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

‘গোল্ডেন ডোম’ ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা : কীভাবে কাজ করবে?

গোল্ডেন ডোম তৈরির মাধ্যমে যুক্তরাষ্ট্র তার আকাশ ও ভূখণ্ডকে শক্তিশালী সুরক্ষা দেবে। ছবি : সংগৃহীত
গোল্ডেন ডোম তৈরির মাধ্যমে যুক্তরাষ্ট্র তার আকাশ ও ভূখণ্ডকে শক্তিশালী সুরক্ষা দেবে। ছবি : সংগৃহীত

পশ্চিমা সংবাদমাধ্যমগুলিতে প্রায়ই যুক্তরাষ্ট্রকে এক ‘ভালো ছেলেটি’ হিসেবে চিত্রিত করা হয়, যার শত্রু সারাবিশ্ব। আর এখন, সেই ‘ভালো ছেলেটির’ সুরক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের নিরাপত্তা রক্ষায় তিনি একের পর এক দুনিয়া কাঁপানো পরিকল্পনা উপস্থাপন করেছেন, তার সর্বশেষ চিন্তা ‘গোল্ডেন ডোম’।

গোল্ডেন ডোম— নামটি যতটা বাহারি, তার চেয়েও বেশি চমকপ্রদ এবং অত্যাধুনিক একটি প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত। এই ব্যবস্থার লক্ষ্য যুক্তরাষ্ট্রকে সুরক্ষিত রাখা, বিশেষত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হুমকি থেকে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুত চলে, তার আঘাত প্রতিরোধ করতে গোল্ডেন ডোম তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র তার আকাশ ও ভূখণ্ডকে এমন শক্তিশালী সুরক্ষা দেবে, যা বর্তমানে কোন প্রতিরক্ষা ব্যবস্থা করতে সক্ষম নয়।

শনিবার (২২ মার্চ) সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে অনুযায়ী, ট্রাম্প প্রশাসন গোল্ডেন ডোমের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে বিশাল অর্থের চাহিদা জানিয়ে মার্কিন কংগ্রেসের কাছে হিসাব তুলে ধরেছে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য ট্রাম্প ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন, যাতে কংগ্রেস এই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সঠিক রোডম্যাপ তৈরি করতে পারে।

অবশ্য গোল্ডেন ডোমের নাম শুনলে অনেকের মনে হতে পারে এটি ইসরায়েলের ‘আয়রন ডোম’-এর মতো, তবে দুটি ব্যবস্থার মধ্যে পার্থক্য আকাশ-পাতাল। আয়রন ডোম মূলত স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধের জন্য ডিজাইন করা হয়েছিল। এটি রাডার সিস্টেমের মাধ্যমে ক্ষেপণাস্ত্র শনাক্ত করে, মাঝ আকাশে তা ধ্বংস করে।

কিন্তু গোল্ডেন ডোম হবে অনেক বেশি উন্নত এবং এর প্রযুক্তি হবে স্যাটেলাইটভিত্তিক। এটি মহাকাশ থেকে ক্ষেপণাস্ত্র শনাক্ত করে, ইনফ্রারেড লেজারের মাধ্যমে সেগুলোকে ধ্বংস করবে। গোল্ডেন ডোমের প্রযুক্তি হবে এমনভাবে, যা যুক্তরাষ্ট্রের আকাশ ও ভূখণ্ডকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে সক্ষম।

এছাড়া, গোল্ডেন ডোমের লেজার প্রযুক্তির অন্যতম বিশেষত্ব হলো এটি আয়রন ডোমের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী হবে। মহাকাশ থেকে লেজারের মাধ্যমে ক্ষেপণাস্ত্রের চলার পথ শনাক্ত করে তা ধ্বংস করা হবে, যার ফলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা আরও নির্ভরযোগ্য এবং শক্তিশালী হয়ে উঠবে।

এতটা উচ্চাভিলাষী প্রকল্পের পেছনে যুক্তরাষ্ট্রের ভয়ংকর নিরাপত্তা হুমকি রয়েছে। রাশিয়া, চীন এবং ইরান— এই তিনটি দেশ বর্তমানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির দিক থেকে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ‘অরেসটনিক’ এবং ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উন্নতির ফলে যুক্তরাষ্ট্রের জন্য নতুন একটি চ্যালেঞ্জ তৈরি হয়েছে। গোল্ডেন ডোম এসব হুমকিকে মোকাবিলা করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এভাবে গোল্ডেন ডোমের মাধ্যমে যুক্তরাষ্ট্র শুধুমাত্র নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চায় না, বরং বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে তার আধিপত্যও দৃঢ় করতে চাইছে। এই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা যদি সফল হয়, তবে এটি বিশ্বের সামরিক শক্তির ভারসাম্যকেও নতুন করে শেকল ভাঙবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক দলের মতামতের তালিকাই হবে ‘জুলাই সনদ’ : প্রধান উপদেষ্টা

হামজার অভিষেকের দিনে জামাল নেই, ভারতের বিপক্ষে দারুণ শুরু

দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

এনজিও কর্মীকে যৌন নির্যাতন, ৮ দিন পর শাওন গ্রেপ্তার

ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্যের সঙ্গে হাই-টেক পার্কের প্রকল্প পরিচালকের সাক্ষাৎ

জুনে মূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে নেমে আসবে : প্রধান উপদেষ্টা

১৩৫ গাড়ির বহর : সারজিসকে তাসনিম জারার খোলা চিঠি

‘প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে মত দিচ্ছেন’

সরকারি অফিসে দুর্নীতি ঠেকাতে অভিনব সিদ্ধান্ত 

ডিএসসিসি / বঙ্গবন্ধু এভিনিউ শহীদ আবরার ফাহাদ এভিনিউ নামে নামকরণ

১০

জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের প্রেক্ষিত বদলে দিয়েছে : প্রধান উপদেষ্টা 

১১

নির্বাচন নিয়ে আবারও বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

১২

আরিচা-কাজীরহাট নৌরুটে ধর্মঘট, বন্ধ স্পিডবোট চলাচল

১৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন / শেখ পরিবার ও আ.লীগ সংশ্লিষ্ট ১৪ সড়ক-স্থাপনার নাম পরিবর্তন

১৪

১৯৭১ ও ২০২৪-এর মধ্যে মৌলিক পার্থক্য আছে : চসিক মেয়র

১৫

আমরা যুদ্ধাবস্থায় আছি : প্রধান উপদেষ্টা

১৬

‘গুজবের মহোৎসব চলছে, এটা পরাজিত শক্তির বড় হাতিয়ার’

১৭

গণহত্যাকারীদের বিচার এ দেশে হবেই : ড. ইউনূস 

১৮

আরব আমিরাতের ভিসা নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা

১৯

প্রতিপক্ষের কোপে যুবকের পা বিচ্ছিন্ন, বাঁচাতে গিয়ে বড় ভাই নিহত

২০
X