কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আসছে নতুন যুদ্ধবিমান, বদলে যাবে যুদ্ধের ধারা

এফ-৪৭ যুদ্ধবিমান। ছবি : অ্যাসোসিয়েট প্রেস
এফ-৪৭ যুদ্ধবিমান। ছবি : অ্যাসোসিয়েট প্রেস

ইতিহাসের সবচেয়ে ভয়ংকর যুদ্ধবিমান বানানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ষষ্ঠ প্রজন্মের এই যুদ্ধবিমান এতটাই ভয়ংকর হবে, যা আগে কেউ কখনও বানায়নি। নির্মিতব্য অত্যাধুনিক এই যুদ্ধবিমানের নাম দেওয়া হয়েছে এফ-৪৭। ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হওয়ায় তার সম্মানে যুদ্ধবিমানের এই নামকরণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রতিষ্ঠান বোয়িং এই যুদ্ধবিমানটি তৈরি করছে।

সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, ট্রাম্প জানান, তার নির্দেশনায় মার্কিন বিমানবাহিনী বিশ্বের প্রথম ষষ্ঠ প্রজন্মের এই যুদ্ধবিমান তৈরি করছে। বিশ্বে আর কেউ এমন কিছু বানাতে পারেনি। নতুন এই যুদ্ধবিমানকে এফ-৪৭ নামে ডাকা হবে। জেনারেলরা এই নাম বেছে নিয়েছেন। এটা খুব সুন্দর একটি সংখ্যা।

ট্রাম্প যখন এই যুদ্ধবিমান নিয়ে কথা বলছিলেন তখন তার পাশেই ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও মার্কিন বিমানবাহিনীর প্রধান চিফ অব স্টাফ জেনারেল ডেভিড আলভিন। ট্রাম্প জানান, আমেরিকার শীর্ষস্থানীয় কিছু মহাকাশ কোম্পানির মধ্যে ব্যাপক এবং পুঙ্খানুপুঙ্খ প্রতিযোগিতার পর এই যুদ্ধবিমান তৈরির চুক্তি প্রদান করা হচ্ছে বোয়িংকে। ষষ্ট প্রজন্মের এই ফাইটার দিয়ে মার্কিন বিমানবাহিনী বিশ্বে আধিপত্য বজায় রাখবে।

এফ-৪৭ এতটাই অত্যাধুনিক হবে যে তা শত্রুদের চোখ ফাঁকি দিতে সক্ষম হবে। তাই তারা বুঝতেই পারবে না কোন অস্ত্রের সাহায্যে তাদের আঘাত করা হয়েছে। এরই মধ্যে এফ-৪৭ যুদ্ধবিমানের পরীক্ষামূলক একটি সংস্করণ তৈরি করেছে বোয়িং। সেই যুদ্ধবিমান গোপনে প্রায় ৫ বছর ধরে ওড়ানো হচ্ছে। তবে নতুন এই যুদ্ধবিমান তৈরির জন্য বোয়িংয়ের সঙ্গে কত টাকার চুক্তি হয়েছে, তা খোলাসা করেননি ট্রাম্প।

লকহিড মার্টিনের এফ-২২ র্যাপ্টর যুদ্ধবিমানের স্থলাভিষিক্ত হবে এফ-৪৭ যুদ্ধবিমান। ড্রোনের পাশাপাশি যুদ্ধ চালিয়ে নেওয়ার সক্ষমতা রয়েছে এই ফাইটার জেটের। এই যুদ্ধবিমানের নকশা নিয়ে কোনো কিছু খোলাসা করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এতে স্টেলথ, অ্যাডভান্সড সেন্সরস এবং সুপারসনিক ফ্লাইটের জন্য প্রয়োজনীয় ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। জেনারেল আলভিনের ভাষায়, এই যুদ্ধবিমান এফ-২২-র চেয়ে কম দামি হবে, কিন্তু ভবিষ্যত হুমকি মোকাবিলায় খাপ খাইয়ে নিতে পারবে।

যুক্তরাষ্ট্রের নতুন প্রতিদ্বন্দ্বী চীন নিজেদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোয় অনেকটাই এগিয়ে গেছে। কয়েকবার চীনের তৈরি ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার জেট জে-৩৬-র ঝলকও দেখেছে বিশ্ব। শুক্রবার যখন ট্রাম্প নিজেদের নতুন যুদ্ধবিমানের ঘোষণা দেয়, তখন আবারও দেখা মেলে জে-৩৬-র। আকাশপথে যুক্তরাষ্ট্রকে টক্কর দিতেই চীন এই অত্যাধুনিক যুদ্ধবিমান বানাচ্ছে। একবার সব পরীক্ষায় উতরে গেলে এটি যুক্তরাষ্ট্রের ঘুম কেড়ে নেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় নুরের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে ফের বেতন-বোনাসের দাবিতে সড়কে শ্রমিকরা

৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কমিটি অবাঞ্ছিত ঘোষণা

ছাত্রলীগের কর্মী এখন রামেক ছাত্রদল সভাপতি

১০ ফেরাউন এক হলেও হাসিনার মতো হতে পারবে না : হাসনাত

বিয়ের জন্য চাপ দেওয়ায় জোৎস্নাকে হত্যা করেন নয়ন

ফেরির যুগে প্রবেশ করল সন্দ্বীপ

পানির অভাবে ২৪ ঘণ্টায়ও নেভেনি আগুন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ক্ষমতা নয় গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন প্রয়োজন : ইশরাক

১০

ভিক্টোরিয়া কলেজ কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১১

জুলাই গণহত্যার বিচার কার্যক্রমের গতি বাড়াতে হতে হবে : আবু হানিফ

১২

সিগারেটের ধোঁয়া ছাড়া নিয়ে সংঘর্ষ, অতঃপর...

১৩

হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ

১৪

তামিমের অপারেশন সম্মতিপত্রে সাক্ষর করেন দেবব্রত

১৫

হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

১৬

নাটোরে দুটি বন বিড়াল উদ্ধার

১৭

হলের দোকানি ছেলেকে চান্স পাওয়ালেন ঢাবিতে

১৮

‘তামিম এখন অনেকটাই ভালো’

১৯

এসিআই মটরস’র উদ্যোগে দেশব্যাপী ইফতার মাহফিল

২০
X