কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০১:১১ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৫, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় পূর্ণ সমর্থন আছে আমেরিকার

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। ছবি : এএফপি
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। ছবি : এএফপি

ফিলিস্তিনের গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় পূর্ণ সমর্থন আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সংবাদ সম্মেলনে বলেন, এই সপ্তাহে গাজায় আইডিএফের সামরিক তৎপরতা পুনরায় চালু করার বিষয়টিকে পূর্ণ সমর্থন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতি পুনঃস্থাপনের জন্য ট্রাম্প কাজ করছেন কি না জানতে চাওয়ার প্রেক্ষিতে লিভিটের জবাব ছিল এটি।

হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের লিভিট বলেন, প্রেসিডেন্ট হামাসকে স্পষ্ট করে বলেছেন- যদি তারা সমস্ত জিম্মিকে মুক্তি না দেয়, তাহলে তাদের নারকীয় মূল্য দিতে হবে। দুর্ভাগ্যবশত, হামাস জীবন নিয়ে খেলা খেলতে বেছে নিয়েছে।

তিনি বলেন, এই পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে হামাস দায়ী। যখন তারা ৭ অক্টোবর ইসরায়েলের ওপর নৃশংস আক্রমণ শুরু করে তখনই এ পরিস্থিতি নির্ধারিত হয়ে যায়। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, তিনি চান সমস্ত জিম্মি বাড়ি ফিরে আসুক। অতএব, ইসরায়েল এবং আইডিএফ সাম্প্রতিক দিনগুলোতে যে পদক্ষেপ নিয়েছে তা সম্পূর্ণরূপে সমর্থন করেন ট্রাম্প।

এদিকে গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ ও উত্তরের বেইত লাহিয়ায় স্থল অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার অস্ত্রবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৫৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ক্রমাগত বিমান হামলা ও স্থল অভিযানের কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সেখানে ৪৯ হাজার ৬১৭ ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১২ হাজার ৯৫০ জন আহত হয়েছে। গাজার সরকারি গণমাধ্যম অফিস জানিয়েছে, নতুন পরিসংখ্যান অনুযায়ী নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও হাজারো মানুষ আটকা পড়ে আছে, যাদের বেশিরভাগেরই বেঁচে থাকার সম্ভাবনা নেই।

গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয়েছিল এবং ২০০-এর বেশি মানুষকে জিম্মি করা হয়েছিল। বর্তমানে বেশ কয়েকজন ইসরায়েলি এখনও হামাসের বন্দিদশায় রয়েছে। প্রথম দফায় যুদ্ধবিরতিতে গোষ্ঠীটি বেশ কয়েকবার জিম্মি মুক্তি স্থগিত করলে উত্তেজনা দেখা দেয়। তখন নির্ধারিত সময়ে সব জিম্মিকে মুক্তি দেওয়ার বিশ্ব তাগিদ উপেক্ষা করে হামাস। এ নিয়ে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনায় ভাটা পড়ে। এরই ফলে ইসরায়েল ফের অভিযানের নামে গাজায় নারকীয় তাণ্ডব শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা, লেবাননসহ বিশ্বের সব নিপীড়িত জনগণের সঙ্গে সংহতি জানিয়ে গণতন্ত্রী পার্টির বিবৃতি

ইরাককে টুকরো টুকরো করতে চাইছে ইরান, কী করবে যুক্তরাষ্ট্র?

নিয়ন্ত্রক সংস্থার আশীর্বাদ ছাড়া দুর্নীতি হতে পারে না : বিএপিএলসি সভাপতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের আহ্বায়ক আক্তারের জামিন

নিখোঁজের তিনদিন পর নদীতে পাওয়া গেল নিরবের লাশ

হয়লুন্দের  ‘সিউ’ উদযাপন নিয়ে রোনালদোর অভূতপূর্ব প্রতিক্রিয়া! 

শিল্পকলার বিরুদ্ধে সমন্বয়হীনতা ও দুর্নীতির অভিযোগ

২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার রেমিট্যান্স

বরিশালে ইমামদের নিয়ে ব্যতিক্রমী ইফতার মাহফিল

ময়মনসিংহে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

১০

দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

১১

সাবেক ডিআইজি মোল্যা নজরুলের ফ্ল্যাট-জমি জব্দ

১২

সাবেক প্রতিমন্ত্রী চুমকির ফ্ল্যাটসহ ২ কোটি টাকা অবরুদ্ধ

১৩

বাসস এমডিসহ তিনজনের নামে যুগান্তর সম্পাদকের মানহানি মামলা

১৪

বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা

১৫

প্রাইভেট-পাবলিক নয়, বিশ্ববিদ্যালয়ের মান হলো মূল বিষয় : ইউজিসি চেয়ারম্যান

১৬

চট্টগ্রাম মহানগরী মহিলা জামায়াতের মানববন্ধন

১৭

ওদের জন্য ইফতার, একসঙ্গে ইফতার- পজিটিভ মাইন্ডসেটের মানবিক উদ্যোগ 

১৮

ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে সাক্ষ্য পেছাল

১৯

তরুণীকে নির্যাতন করায় লেডিবাইকার এশা গ্রেপ্তার

২০
X