কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার ২ শতাধিক নাগরিককে ‘ভয়ংকর কারাগারে’ পাঠাল যুক্তরাষ্ট্র

গ্যাং সদস্যরা। ছবি : সংগৃহীত
গ্যাং সদস্যরা। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার ২ শতাধিক নাগরিককে এল সালভাদরের ‘ভয়ংকর কারাগারে’ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আদালতের নির্দেশনা অমান্য করে তাদের বিতাড়িত করা হয়েছে।

সোমবার ( ১৭ মার্চ) বার্তসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আদালতের নির্দেশ উপেক্ষা করে ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার একটি গ্যাংয়ের কয়েকজন সদস্যকে বিতাড়িত করেছে। আদালত প্রশাসনের এ আদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসন আদালতের এই আদেশকে অমান্য করে জানিয়েছে, আদালতের এমন নির্দেশ দেওয়ার কোনো ক্ষমতা নেই।

ভেনিজুয়েলার গ্যাং গ্রুপ ‘ট্রেন ডে আরাগুয়ার’ বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি এবং চুক্তিভিত্তিক হত্যার মতো অপরাধের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গ্যাংয়ের ২০০ সদস্যকে দ্রুত বিতাড়িত করতে ‘এলিয়েন এনিমিজ অ্যাক্ট’-এর যুদ্ধকালীন ক্ষমতা ব্যবহার করতে চেয়েছিলেন। তবে, জজ জেমস বোয়াসবার্গ ট্রাম্পের এই পদক্ষেপকে ব্লক করে আদেশ জারি করেন।

ট্রাম্প প্রশাসন আদালতের আদেশ উপেক্ষা করে বিতাড়নের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট একটি বিবৃতিতে বলেন, একটি শহরের একজন জজ কোনো বিমানের চলাচল নিয়ন্ত্রণ করতে পারেন না, বিশেষ করে যখন সেই বিমানে বিদেশি সন্ত্রাসীরা থাকে যাদের যুক্তরাষ্ট্রের মাটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, আদালতের এই আদেশের কোনো আইনি ভিত্তি নেই এবং প্রেসিডেন্ট বৈদেশিক নীতি সম্পর্কে ফেডারেল আদালতের সাধারণত কোনো এখতিয়ার নেই।

এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের সংবিধানের ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ ব্যবস্থা এবং বিচার বিভাগের স্বাধীনতার প্রতি ট্রাম্পের চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ক্যাটো ইনস্টিটিউটের হোমল্যান্ড সিকিউরিটি ও নাগরিক স্বাধীনতাবিষয়ক আইন বিশেষজ্ঞ প্যাট্রিক এডিংটন বলেন, হোয়াইট হাউস এই মুহূর্তে আদালতের ‘সরাসরি অবাধ্যতা’ দেখাচ্ছে। তিনি এটিকে গৃহযুদ্ধের পর আমেরিকার চেক অ্যান্ড ব্যালেন্স ব্যবস্থার সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে অভিহিত করেছেন।

এদিকে নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধকালীন আইন প্রয়োগের কঠোর সমালোচনা করেছে ভেনেজুয়েলা। এক বিবৃতিতে দেশটি বলেছে, এমন পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার অভিবাসীদের অন্যায়ভাবে অপরাধী সাব্যস্ত করছে। এটি মানবতার ইতিহাসের সবচেয়ে অন্ধকার পর্ব হিসেবে পরিচিত দাসপ্রথা থেকে শুরু করে নাৎসি বন্দিশিবিরের ভয়াবহ স্মৃতিকে উসকে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটা সময় স্কুলে যাওয়ার জন্য জুতা ছিল না মোদির!

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুর্ভোগে যাত্রীরা

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ঢাবিতে মানববন্ধন

ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি : নজরুল ইসলাম খান

জনগণ মুখ ফিরিয়ে নেওয়ার আগেই নির্বাচন দিন : দুলু

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম

বাংলাদেশের মানুষ ছাত্রদের বিশ্বাস করে : বিন ইয়ামিন মোল্লা

আগামীকাল উদ্বোধন হচ্ছে দেশের সর্ববৃহৎ যমুনা রেল সেতু

শিগগিরই দুটি ডিএনএ ল্যাব স্থাপন করা হবে : রিজওয়ানা হাসান

ডিএনসিসি প্রশাসকের সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

১০

তারেক রহমানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

১১

‘আবারও এক এগারোর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে’

১২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা / আগাম জামিন পেলেন ৪২ আ.লীগ নেতাকর্মী

১৩

নারী বাদীর কাছ থেকে ঘুষের টাকা কেড়ে নিলেন এসআই

১৪

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৫

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৬

ইউজিসিতে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি!

১৭

মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির সঙ্গে কাজ করবে সাড়ে পাঁচ হাজার স্বেচ্ছাসেবক

১৮

শিশু সন্তানের হাত-পা ভেঙে পালালেন মা

১৯

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও মিউজিক অ্যাসোসিয়েশন অব মিরপুরের স্বাস্থ্যচুক্তি

২০
X