যেন নিজের কানকেও বিশ্বাস করাতে পারছিল না এই কিশোর। মাত্র ১৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের এজেন্ট হলো এই কৃষ্ণাঙ্গ কিশোর। আর ঘোষণাটি এলো স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে মুখ থেকে।
কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথমবার ভাষণ দিতে উঠে এমনই চমকপ্রদ ঘোষণা দেন দ্বিতীয় মেয়াদে আমেরিকার ক্ষমতায় আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৩ বছরের কিশোর ডিজে ড্যানিয়েলকে ‘সিক্রেট সার্ভিস এজেন্ট’ হিসেবে নিয়োগ দিয়ে সবাইকে চমকে দেন তিনি।
তথ্য বলছে—টেক্সাসের বাসিন্দা ১৩ বছর বয়সী ড্যানিয়েল দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছেন। তার স্বপ্ন ছিল সিক্রেট সার্ভিস এজেন্ট হওয়ার। বিষয়টি ট্রাম্পের কানে যেতেই মহৎ এক সিদ্ধান্ত নেন রিপাবলিকান এই নেতা। তার নির্দেশেই ড্যানিয়েলকে দেওয়া হয় সিক্রেট এজেন্টের পদ। খবর ফক্স নিউজের।
ট্রাম্পের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সবাই। মার্কিন কংগ্রেসে ড্যানিয়েলের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প। তার দীর্ঘদিনের লড়াইয়ের কথা তুলে ধরেন সবার সামনে। জানা যায়, ২০১৮ সালে বিরল ক্যানসার ধরা পড়ে ১৩ বছরের ডিজে ড্যানিয়েলের। চিকিৎসকরা জানিয়েছিলেন, পাঁচ মাসের বেশি বাঁচবে না। কিন্তু সব শারীরিক প্রতিকূলতাকে জয় করে জীবনে ফিরে এসেছে সে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, মাত্র পাঁচ মাস সময় ছিল ওর হাতে। কিন্তু ছয় বছর ধরে মৃত্যুকে পাশ কাটিয়ে বেঁচে রয়েছে। ওর বাবা ছেলের স্বপ্নপূরণের লক্ষ্যে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজ ওকে শ্রেষ্ঠ সম্মানে ভূষিত করছি আমরা। মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসে একজন এজেন্ট হিসেবে ওকে নিয়োগ করার জন্য নির্দেশ দিচ্ছি আমাদের নয়া সিক্রেট সার্ভিস ডিরেক্টর শন কুরানকে। ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন একটি বিরল মুহূর্তের সাক্ষী হয় এদিন। ডেমোক্র্যাট এবং রিপাবলিকান সদস্যরা একযোগ ডিজে ড্যানিয়েলকে অভিনন্দন জানান। করতালিতে মুখরিত হয়ে ওঠে ক্যাপিটল। বেশকিছু সদস্য ১৩ বছরের নতুন মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টকে কোলে তুলে নেন। ডিজে ড্যানিয়েলকে একটি সাম্মানিক ব্যাজ পরিয়ে দেন সিক্রেট সার্ভিসের ডিরেক্টর শন কুরান।
মন্তব্য করুন