বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি তিনি। নতুন নতুন উদ্ভাবনী ব্যবসা যেমন তার নেশা, তেমনি বিশ্বের জনসংখ্যা কমে যাওয়া নিয়েও তার চিন্তার শেষ নেই। তাই বেশি বেশি সন্তান জন্ম দিতে চান মার্কিন ধনকুবের ইলন মাস্ক। যেমন কথা তেমন কাজ। এখন পর্যন্ত ১২ সন্তানের বাবা হয়েছেন তিনি।
তবে এবার এক তরুণী ইনফ্লুয়েন্সার দাবি করেছেন, তিনি গোপনে মাস্কের সন্তানের মা হয়েছেন। ৩১ বছর বয়সী তরুণীর এমন দাবিতে সোশ্যাল মিডিয়ায় ঝড় বইছে।
৩১ বছর বয়সী ওই তরুণীর নাম অ্যাশলে সেন্ট ক্লেইর। পেশায় তিনি একজন লেখক। শুক্রবার মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে তিনি দাবি করেছেন, তিনি গোপনে মাস্কের সন্তানের মা হয়েছেন। তরুণ লেখিকার এমন দাবির পর বিষয়টি নিয়ে শোরগোলে মেতেছেন নেটিজেনরা।
নিজের পোস্টে অ্যাশলে দাবি, পাঁচ মাস আগেই গোপনে ওই সন্তানের জন্ম দিয়েছেন তিনি। আর সন্তানের বাবা ইলন মাস্ক। কিন্তু ব্যক্তিগত গোপনীয়তা আর সুরক্ষার কথা চিন্তা করে এতদিন তিনি এ কথা প্রকাশ্যে আনেননি। তবে একটি ট্যাবলয়েড নাকি গোপন এই সন্তানের নিউজ প্রকাশ করবে, এমনটা জানার পরই অ্যাশলে সত্য সামনে আনলেন। এখন সন্তানের গোপনীয়তার ব্যাপারে সবার কাছে অনুরোধ জানিয়েছেন এই তরুণী।
নতুন করে বাবা হওয়ার খবরে সরাসরি কোনো মন্তব্য করেননি মাস্ক। তবে এক ভক্তের করা কমেন্টে হাসির ইমোজি দিয়েছেন তিনি।
যদি অ্যাশলের দাবি সত্য হয়, তাহলে এটি মাস্কের ১৩তম সন্তান। এর আগে তিন সম্পর্কে মাস্কের ১২টি সন্তান রয়েছে। সর্বশেষ গেল বছরের জুনে ১২তম সন্তানের বাবা হয়েছিলেন ৫৩ বছর বয়সী মাস্ক। অবশ্য সোশ্যাল মিডিয়া জগতে অ্যাশলে অপরিচিত কেউ নন। অ্যাশলের এক্স হ্যান্ডেলে অনুসারী রয়েছে ১১ লাখ।
ট্রাম্পের ট্রেডমার্ক স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইটন’র সমর্থক অ্যাশলে একজন রক্ষণশীল কলামিস্ট। তিনি শিশুদের জন্য বইও লিখেছেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বছরখানেক আগে ম্যানহ্যাটনের সিটি হলের কাছে একটি অ্যাপার্টমেন্টে ওঠেন অ্যাশলে। ওই অ্যাপার্টমেন্টে এখন তিনি দুই সন্তানকে লালনপালন করছেন বলেও জানা গেছে।
মন্তব্য করুন