কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৮ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে ২ বিমানের সংঘর্ষ

সংঘর্ষের পর বিমান দুটিকে নিরাপদ স্থানে সরানো হয়। ছবি : সংগৃহীত
সংঘর্ষের পর বিমান দুটিকে নিরাপদ স্থানে সরানো হয়। ছবি : সংগৃহীত

বিমানবন্দরে অবতরণের পর দুই বিমানের সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত এবং আহত হয়েছেন তিনজন। খবর সিবিএস নিউজের।

সোমবার (১০ ফেব্রুয়ারি) অ্যারিজোনার স্কটসডেল বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ব্যান্ড মোটলি ক্রুয়ের ভিন্স নিলের মালিকানাধীন লিয়ারজেট-৩৫এ বিমানটি দুপুর ২ট ৪৫ মিনিটে স্কটসডেল মিউনিসিপ্যাল ​​বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে সরে যায়। এ সময় একটি গালফস্ট্রিম-২০০ বাণিজ্যিক বিমান নিজস্ব জায়গায় পার্ক করা ছিল। নিয়ন্ত্রণ হারানো বিমানটি সেই পার্কিংয়ে গিয়ে অন্য বিমানটিকে ধাক্কা দেয়।

স্কটসডেল ফায়ার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন ডেভ ফোলিও বলেন, প্রাথমিক চিকিৎসা কর্মীরা পাঁচজন আহতকে বিমানবন্দর হাসপাতালে আনেন। একজনকে পৌঁছানোর সাথে সাথে মৃত ঘোষণা করা হয়। আরও তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক ব্যক্তি চিকিৎসা নিতে অস্বীকৃতি জানান।

নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এক অসমর্থিত সূত্র দাবি করেছে, ধাক্কা দেওয়া বিমানটির পাইলট নিহত হয়েছেন। সিবিএস তথ্যটির সত্যতা নিশ্চিত করতে পারেনি।

বিমান দুর্ঘটনা যেন যুক্তরাষ্ট্রের পিছু ছাড়ছে না। এর আগে আলাস্কায় মার্কিন কোস্টগার্ড শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নিখোঁজ এক বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পায়। এর আগে বৃহস্পতিবার হঠাৎ মাঝ আকাশে থাকাবস্থায় ১০ আরোহী নিয়ে নিখোঁজ হয় বিমানটি। এ ঘটনায় সবার মরদেহ উদ্ধার সম্ভব না হলেও ধারণা করা হচ্ছে ১০ জনই নিহত হয়েছেন।

এ ছাড়া গত ৩১ জানুয়ারি রাতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার নর্থইস্ট এলাকায় একটি মেডিকেল বিমান দুর্ঘটনায় পড়ে। উড্ডয়নের কিছু সময় পরই বিমানটি বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। এর ফলে আশপাশের কয়েকটি বাড়িঘর ও গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। বিমানটি নর্থইস্ট ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে মিসৌরির দিকে রওনা হয়েছিল।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, প্লেনটিতে ছয়জন ছিল, যার মধ্যে চারজন ক্রু ও দুজন যাত্রী। এক যাত্রী ছিল শিশু।

তার আগে গত ২৯ জানুয়ারি ওরোনাল্ড রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানের সাথে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয় এবং উভয়টি পোটোম্যাক নদীতে পড়ে যায়। এ ঘটনায় ক্রু, যাত্রী ও সেনাসহ ৬৭ জনই নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আ.লীগ-নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার

গাজীপুরে বাসা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

আ.লীগের মতো স্বৈরাচারী দলে সাকিবের যাওয়া ঠিক হয়নি : প্রেস সচিব

তিন দিনের ব্যবধানে বেড়েছে পেঁয়াজের দাম

ঢাকায় বৈঠকের পর পাকিস্তানের প্রতিক্রিয়া

হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ

সৌদিতে ৫ শতাধিক মিসরীয় হজযাত্রী আটক

পাকিস্তানে ইসরায়েলবিরোধী ক্ষোভ গিয়ে পড়ল কেএফসিতে

হাতকড়াসহ পালানো সাজাপ্রাপ্ত সেই আসামি গ্রেপ্তার

স্টামফোর্ড ইউনিভার্সিটির অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট-২০২৫ অনুষ্ঠিত

১০

রাজশাহী থেকে অপহৃত মাদ্রাসাশিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৪

১১

বিএনপি নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে

১২

নিষিদ্ধ সময়ে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে জাটকা

১৩

পিলখানায় হত্যাকাণ্ডের তথ্য চেয়ে তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি

১৪

বদলির আদেশের পরও স্বপদে বহাল ইউএনও তনু

১৫

হজের আগে সৌদিতে কঠোর অভিযান

১৬

হাসপাতাল থেকে পালানো জলদস্যু রফিক গ্রেপ্তার

১৭

ট্রান্সশিপমেন্ট বাতিলের বিষয় স্পষ্ট করল ভারত

১৮

নির্বাচন নিয়ে আলোচনা / মির্জা ফখরুলের সঙ্গে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের বৈঠক

১৯

ইউক্রেনেকে জার্মানির ক্ষেপণাস্ত্র সহায়তা নিয়ে রাশিয়ার কড়া বার্তা

২০
X