মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউএসএআইডি’র দুই হাজার ২০০ কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করেছেন আদালত। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুটি ইউনিয়ন এ পরিকল্পনার বিরুদ্ধে আদালতে আবেদন করলে বিচারক কার্ল নিকোলস ‘খুবই সীমিত’ সময়ের জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর ট্রাম্প যুক্তরাষ্ট্রের সব বিদেশি সহায়তা সাময়িকভাবে স্থগিত করেন। ইউএসএআইডির প্রকল্পগুলোও বন্ধ করে দেয়া হয়। এ সময় সংস্থাটির কম্পিউটার সিস্টেমও বন্ধ করা হয় এবং কর্মীদের ছাঁটাই বা ছুটিতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, আপাতত ইউএসএআইডিতে ৬১১ কর্মী কাজ করবেন। বাকি কর্মীদের চাকরি পরিস্থিতি এখনো অনিশ্চিত।
বিচারক নিকোলস আদেশে বলেন, ইউএসএআইডির কর্মীদের ছুটিতে পাঠানোর পরিকল্পনার বিরুদ্ধে আপাতত স্থগিতাদেশ দেয়া হচ্ছে, তবে বিস্তারিত লিখিত আদেশ পরে দেয়া হবে। তথ্য: নিউইয়র্ক টাইমস।
মন্তব্য করুন