যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে বিধ্বস্ত হওয়ায় মেডিকেল বিমানটির সব আরোহীর সবাই নিহতে হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১ ফেব্রুয়ারি) ফিলাডেলফিয়ার মেয়র চেরেল পার্কার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। খবর বিবিসি।
ফিলাডেলফিয়ার মেয়র চেরেল পার্কার জানান, নিহতদের মধ্যে রয়েছেন এক মা ও তার এক মেয়ে এবং চারজন ক্রু। সংকটাপন্ন ওই মেয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে মেক্সিকোর তিজুয়ানা শহরে ফিরে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন তার মা।
ফ্লাইটের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার আগে মাত্র এক মিনিট আকাশে ছিল, অর্থাৎ উড্ডয়নের পরপরই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) রাতে আমেরিকান এয়ারলাইনসের একটি উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এতে ৬৭ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ২০০৯ সালের পর এটিই সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা। এর মাত্র তিন দিন পর আবার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটল।
মন্তব্য করুন