ব্যাপক সমালোচনার মুখে ইসরায়েলকে দেওয়া এক টন ওজনের শত শত বোমার চালান আটকে দিয়েছিলেন সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতায় বসেই বাইডেনের সেই আদেশ প্রত্যাহার করে নিয়েছেন ট্রাম্প।
গেল বছরের মে মাসে এক টন ওজনের ১ হাজার ৮০০ বোমার চালান আটকে দিয়েছিলেন বাইডেন। শনিবার (২৫ জানুয়ারি) ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেন, এর অনেক কিছুই ইসরায়েলের পথে রয়েছে। ইসরায়েল অনেক ধরনের বোমা অর্ডার করেছিল। এ জন্য দামও পরিশোধ করেছিল। কিন্তু বাইডেন সেগুলো ইসরায়েলকে দেয়নি। এখন সেগুলো ইসরায়েল যাচ্ছে, বাইডেনের স্থগিতাদেশ তুলে নিয়ে এভাবেই সোশ্যালে পোস্ট করেন ট্রাম্প।
এর আগে শনিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সিনেট অ্যাপ্রোপ্রিয়েশন্স কমিটিকে জানান, রাফাহ নিয়ে উদ্বেগের জেরে তারা ইসরায়েলে গোলাবারুদের একটি চালান আটকে দিয়েছেন। ওই চালান আটকে দেওয়ার জন্য একই ধরনের কথা জানান বাইডেনও।
মন্তব্য করুন