যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে তৎপরতা চালাচ্ছেন। তার সিদ্ধান্তগুলো বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রভাব ফেলতে শুরু করেছে।
ট্রাম্প ঘোষণা করেছেন, ১ ফেব্রুয়ারি থেকে মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এর ফলে মার্কিন ডলারের দাম বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক শেয়ারবাজারে প্রভাব পড়েছে।
গাজা অঞ্চলের যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প জানিয়েছেন, তিনি গাজা যুদ্ধবিরতির চুক্তি নিয়ে খুব বেশি আশাবাদী নন। যদিও ১৫ মাস পর রোববার (১৯ জানুয়ারি) থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্পের একমাত্র লক্ষ্য হলো ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তিনি জানিয়ে দেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে যুদ্ধ থামানোর আহ্বান জানাবেন। এ ছাড়া, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও এই প্রসঙ্গে যোগাযোগ করবেন। ট্রাম্প দাবি করেছেন, শান্তি চুক্তির মাধ্যমে তিনি এই যুদ্ধ দ্রুত বন্ধ করতে পারবেন।
মন্তব্য করুন