কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

শপথের পরই ট্রাম্পের বড় সিদ্ধান্তগুলো এক নজরে

প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে একের পর এক নির্বাহী আদেশ জারি করছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে একের পর এক নির্বাহী আদেশ জারি করছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণের পরপরই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে সই করেছেন।

সোমবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টায় ওয়াশিংটনের কংগ্রেস ভবনের ক্যাপিটল রোটুন্ডায় শপথ নেওয়ার পর তিনি ওভাল অফিসে গিয়ে একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করেন। তার এ সিদ্ধান্তগুলো নতুন প্রশাসনের নীতি ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার একটি বড় সিদ্ধান্তে সই করেছেন ট্রাম্প। এই আদেশ অনুযায়ী, এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র এই সংস্থা থেকে পুরোপুরি বের হয়ে যাবে এবং সব ধরনের আর্থিক সহায়তা বন্ধ করবে।

ট্রাম্প অভিযোগ করেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। কিছু দেশ রাজনৈতিক প্রভাব খাটাচ্ছে, বিশেষ করে চীন। তিনি আরও বলেন, আমাদের টাকা ছিঁড়ে খাচ্ছে তারা।

২০২১ সালেও প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প একই সিদ্ধান্ত নিয়েছিলেন, যা বাইডেন প্রশাসন এসে পরিবর্তন করেছিল। এবার তিনি আবার সেই সিদ্ধান্ত কার্যকর করলেন।

প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসা

ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছেন। এই চুক্তির উদ্দেশ্য ছিল বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা। কিন্তু ট্রাম্পের মতে, এই চুক্তি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদক। আমরা আরও বেশি ড্রিলিং করব। ট্রাম্প এদিন জাতিসংঘে আনুষ্ঠানিক নোটিশ পাঠানোর আদেশেও সই করেছেন।

ক্যাপিটল দাঙ্গাকারীদের ক্ষমা ঘোষণা

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গার ঘটনায় অভিযুক্ত দেড় হাজারের বেশি ব্যক্তিকে ক্ষমা করেছেন ট্রাম্প। তার মতে, এদের প্রতি জাতীয় পর্যায়ে অন্যায় করা হয়েছে। যারা কারাগারে রয়েছেন, তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি

মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন ঠেকাতে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন ট্রাম্প। এর ফলে তিনি সেখানে সেনা মোতায়েন করতে পারবেন। একই সঙ্গে, মেক্সিকোর মাদক পাচারকারী সংগঠনগুলোকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছেন। ট্রাম্প বলেছেন, আইন মেনে অভিবাসীরা এলে আমার কোনো আপত্তি নেই। তবে তা হতে হবে নিয়মতান্ত্রিক উপায়ে।

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে পদক্ষেপ

যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই নাগরিকত্ব পাওয়ার সংবিধান স্বীকৃত অধিকারটি পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। এ বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। তবে বিশ্লেষকরা মনে করছেন, এটি আদালতে চ্যালেঞ্জ হতে পারে।

টিকটক নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত ৭৫ দিন পিছিয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, টিকটক বন্ধ হবে নাকি বিক্রি হবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতে আরও সময় প্রয়োজন। উল্লেখ্য, টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা সোউ চিউ ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ওয়ার্ক ফ্রম হোমের নিয়ম বাতিল

ট্রাম্প সরকারি কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোমের নিয়ম বাতিল করেছেন। নতুন নির্দেশে সবাইকে অফিসে উপস্থিত হয়ে কাজ করতে বলা হয়েছে।

কর্মী নিয়োগ স্থগিত

জাতীয় পর্যায়ে নতুন কর্মী নিয়োগ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম দিনের সিদ্ধান্তগুলো তার আগের নীতিগুলোর পুনর্বহাল এবং নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তার নেওয়া পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও বৈশ্বিক নীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁওতালদের জমি দখল ও অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির দাবি

চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাট / নকআউট পর্বে কে যাবে, কে বাদ পড়বে? 

বেনজীরের রিসোর্টে এনবিআরের গোয়েন্দা সেলের অভিযান

‘দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার জন্য বাংলাদেশ এখনো প্রস্তুত কিনা ভাবতে হবে’

বাতিল হতে পারে অপ্রয়োজনীয় টেলিকম লাইসেন্স : বিটিআরসি চেয়ারম্যান

গাড়িতে ধাক্কা লাগায় মালিকের বিরুদ্ধে কুকুরের অভিনব প্রতিশোধ

সুইজারল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সাধারণ সম্পাদক মামুন

কবি নজরুল বিশ্ববিদ্যালয় / সাংবাদিক মারধরের ঘটনায় ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে শাস্তি

‘নতুন নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি হবে, থাকবে না মধ্যস্বত্বভোগী’

১০

ন্যূনতম সংস্কার করেই নির্বাচন চান মির্জা ফখরুল

১১

বিএনপি প্রতিবারই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে : নীরব

১২

অতিথিদের সঙ্গে স্ত্রীদের রাত্রিযাপনে উৎসাহ দেওয়া হয় যেখানে

১৩

ট্রাম্পের শপথের পরদিনই ভিডিও কনফারেন্সে পুতিন-জিনপিং

১৪

আবু সাঈদের হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি দিতে আলটিমেটাম

১৫

দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কেন প্রয়োজন?

১৬

গণহত্যাকারী দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না : ডা. শফিকুর রহমান

১৭

সিলেটে মাছ বিক্রি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশত

১৮

হাসিনার আমলে শিক্ষক নিয়োগে অনিয়মের তথ্য সংগ্রহ করবে ঢাবি সাদা দল

১৯

ভারত থেকে এলো ৫ হাজার ৭৫০ টন চাল

২০
X