কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১০:০১ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

বাইডেনের ক্ষমা, ট্রাম্পের মুক্তি -জলঘোলা মার্কিন রাজনীতি

বাইডেনের রেকর্ড ক্ষমা, ট্রাম্পের মুক্তির ঘোষণা—জল ঘোলা মার্কিন রাজনীতি। ছবি : সংগৃহীত
বাইডেনের রেকর্ড ক্ষমা, ট্রাম্পের মুক্তির ঘোষণা—জল ঘোলা মার্কিন রাজনীতি। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা ছাড়ার আগে নজিরবিহীনভাবে পরিবারের সদস্যসহ রেকর্ডসংখ্যক ব্যক্তিকে ক্ষমা করলেন বাইডেন। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প সোমবার (২০ জানুয়ারি) ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই ১,৫০০ সমর্থককে মুক্তি দিয়ে চমক দিলেন।

একই দিন সকালে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার পরিবারের সদস্য, ঘনিষ্ঠ সহযোগী এবং রাজনৈতিক প্রতিশোধের ঝুঁকিতে থাকা আরও অনেককে প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতাবলে ক্ষমা করেন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে বিদায়ী প্রেসিডেন্টের এমন পদক্ষেপ নজিরবিহীন।

ক্ষমা পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন বাইডেনের দুই ভাই জেমস ও ফ্রাঙ্ক বাইডেন, বোন ভ্যালেরি বাইডেন এবং তাদের স্বামী-স্ত্রীরা। এ ছাড়া রিপাবলিকান কংগ্রেস সদস্য লিজ চেনি এবং ক্যাপিটল দাঙ্গার তদন্তে যুক্ত থাকা আইনপ্রণেতারাও এই তালিকায় আছেন। বাইডেনের এই পদক্ষেপ রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাদের রক্ষা করার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এক বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘আমার পরিবার ও ঘনিষ্ঠরা রাজনৈতিক আক্রমণের শিকার হতে পারেন—এমন হুমকি থেকেই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’

ক্যাপিটল হিলে দাঙ্গাকারীদের মুক্তি

অন্যদিকে, প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্প ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত ১,৫০০ সমর্থককে মুক্তি দেওয়ার নির্দেশে সই করেছেন। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ট্রাম্পের এই আদেশের মাধ্যমে কারাগার থেকে মুক্তি পাবেন।

আইনজীবী ড্যারেক স্ট্রম জানিয়েছেন, মুক্তির নির্দেশ দ্রুত কার্যকর করা হবে। এ সিদ্ধান্ত ট্রাম্পের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করলেও এটি নিয়ে বিতর্কের ঝড় উঠেছে।

রাজনৈতিক অঙ্গনে সমালোচনা

ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনায় বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘যারা গণতন্ত্রের ওপর আঘাত হেনেছে, তাদের মুক্তি দেওয়া মার্কিন মূল্যবোধের পরিপন্থী।’

অন্যদিকে, নতুন প্রেসিডেন্ট ট্রাম্প জো বাইডেনের রেকর্ড সংখ্যক ক্ষমার সিদ্ধান্তকে ‘অপমানজনক ও অপরাধীদের রক্ষার প্রচেষ্টা’ বলে অভিহিত করেছেন।

নতুন ধারা, নতুন বিতর্ক

বাইডেন ও ট্রাম্পের এই বিপরীতধর্মী পদক্ষেপ মার্কিন রাজনীতির বিভাজনকে আরও প্রকট করেছে। একদিকে বিদায়ী প্রেসিডেন্টের নজিরবিহীন ক্ষমা, অন্যদিকে নতুন প্রেসিডেন্টের দাঙ্গাকারীদের মুক্তি—এই দুই ঘটনাই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

সূত্র : বিবিসি ও সিএনএন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার মতো ছায়া কেউ দেয় না: জয়

‘ট্রান্সজেন্ডার’ বিশ্বাস করেন না ট্রাম্প

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন বিকেলে শুরু

বাড়ি ফিরছেন বলিউড নবাব

‘জীবনের শেষদিন পর্যন্ত ইসলামি আন্দোলনে অবিচল থাকাই ইমানের দাবি’

মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছেন লাখ লাখ ভারতীয়

পান্থপথে সড়ক অবরোধ করেছেন বিদেশ গমনেচ্ছুরা

ভারতের হয়ে খেলার জন্য দুই মাস বিরিয়ানি খাননি শামি

কীভাবে জানবেন ঢাকার যানজটের সর্বশেষ অবস্থা?

শ্রীমঙ্গলের পুতুলের বিশ্বজয়

১০

বাইবেলের স্পর্শ ছাড়াই শপথ নিলেন ট্রাম্প

১১

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যেতে ট্রাম্পের সই

১২

আ.লীগ নেতার বাড়িতে চলছিল গোপন বৈঠক

১৩

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা, জনজীবন বিপর্যস্ত

১৪

সাবধান! ডেটিং অ্যাপের পদে পদে বিপদ

১৫

লক্ষ্মীপুরে কৃষকদের সামনে শুধুই দুর্দিন

১৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ আয়োজন / ‘তোমার চোখে জুলাই’

১৭

দেশ থেকে সার সংকট জাদুঘরে পাঠানো হবে: কৃষি সচিব

১৮

আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে সীমান্ত সমস্যার সমাধান হবে: পররাষ্ট্র মন্ত্রণালয়

১৯

প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ট্রাম্প, গুরুত্বপূর্ণ বার্তা দিল রাশিয়া

২০
X