যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল (২০ জানুয়ারি) শপথ নেবেন। শপথ নেওয়ার পর তিনি দেশজুড়ে অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগের জন্য অভিযান চালানোর পরিকল্পনা করেছেন। শিকাগোসহ বড় শহরে এসব অভিযান শুরু হবে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ১০০-২০০ অফিসার মোতায়েন করবে। এসব অভিযান সপ্তাহজুড়ে চলতে পারে।
ট্রাম্পের অভিবাসন নীতি নির্বাচনী প্রচারণায় ছিল মূল বিষয়। তিনি শপথের পর দ্রুত অভ্যন্তরীণ নির্বাসন অভিযান শুরু করবেন। তার লক্ষ্যই হলো অবৈধ অভিবাসীদের বিতাড়িত করা।
এ পরিকল্পনার কারণে কৃষিশিল্পে সংকট হতে পারে। যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ শতাংশ খামার শ্রমিকের বৈধ অভিবাসন মর্যাদা নেই। ক্যালিফোর্নিয়াতেও অনেক ফসল উৎপন্ন হয়, সেখানে শ্রমিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
কৃষিশিল্পের বাণিজ্য সংগঠনগুলোও এর প্রভাব নিয়ে চিন্তিত। এসব শ্রমিক যদি কাজ করতে না পারেন বা আটক হন, তাহলে খাদ্য উৎপাদন বাধাগ্রস্ত হবে। বর্তমানে অভিবাসী শ্রমিকরা কীভাবে তাদের অধিকার রক্ষা করবেন, সে বিষয়ে নানা কর্মশালা চলছে। ট্রাম্পের কঠোর নীতি অনেকের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তথ্য: রয়টার্স ও ওয়াল স্ট্রিট জার্নাল
মন্তব্য করুন