রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

দাবানল থেকে পালাতে গিয়ে ‘নারকীয় অভিজ্ঞতা’ বাসিন্দাদের

দাবানল থেকে পালাতে গিয়ে যানজট, প্রকট ধোঁয়ায় শ্বাস রুদ্ধ হয়ে আসাসহ নানা জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। ছবি : সংগৃহীত
দাবানল থেকে পালাতে গিয়ে যানজট, প্রকট ধোঁয়ায় শ্বাস রুদ্ধ হয়ে আসাসহ নানা জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। ছবি : সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে এমন প্রলয়ঙ্কর দাবানল আর একটাও ঘটেনি। আগ্রাসী আগুনে জ্বলেপুড়ে ছারখার হয়ে গেছে লাখো ঘরবাড়ি ও বিষয়-সম্পত্তি। আগুনে সব নিঃশেষ হয়ে যেতে দেখাই শুধু নয়, লেলিহান শিখা থেকে বাঁচতে গিয়ে যানজট, প্রকট ধোঁয়ায় শ্বাস রুদ্ধ হয়ে আসাসহ নানা জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের।

বিবিসির খবরে বলা হয়েছে, এবারকার দাবানল পুরো লস অ্যাঞ্জেলেসকে যেন তছনছ করে ফেলেছে। বাংলাদেশ সময় শুক্রবার বিকাল পর্যন্ত এক লাখ ৮০ হাজারের বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়েছেন এবং দাবানলে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

তবে আগুন, ধোঁয়া ও ধ্বংসাবশেষের মাঝেও অন্য যে প্রসঙ্গটি বারবার উঠে এসেছে- তা হলো উদ্ধার তৎপরতা ও বিশৃঙ্খল পরিস্থিতি।

দাবানলের ঘটনায় লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ সতর্কতা জারির পাশাপাশি বাড়িঘর ছেড়ে নিরাপদে যাওয়ার আদেশ জারি করলে বাসিন্দারা দ্রুত সাড়া দেন। অনেকে সরকারি আদেশ পাওয়ার আগেই ঘরবাড়ি ছেড়ে যান। তবে তারা খুব বেশি দূর যেতে পারেননি। তারা যখন এলাকা ছেড়ে নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করেছেন, তখন রাস্তায় তাদের গতি খুবই ধীর ছিল।

বুধবার প্যাসিফিক প্যালিসেডস এলাকার বাসিন্দারা যখন পালাচ্ছিলেন, তখন মালিবুর দিকে যাওয়া প্রধান সড়ক প্যাসিফিক কোস্ট হাইওয়ে যানজটের কবলে পড়ে। অনেক মানুষ রাস্তায় তাদের গাড়ি রেখেই সামনে হেঁটে হেঁটে আগুন থেকে বাঁচার চেষ্টা করেন।

এদিকে অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পথে সেই পরিত্যক্ত গাড়ির জটে পড়লে তারা রাস্তা ফাঁকা করতে বুলডোজার ব্যবহার করেন।

প্যাসিফিক প্যালিসেডস কমিউনিটি কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মারিয়াম জার জানান, আগুনের কারণে বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়ার সময় এই গাড়িগুলোর বাধার মুখে পড়ি। প্রায় আধ ঘণ্টা ধরে কেউই চলাচল করতে পারেনি এবং আমি ৪৫ মিনিট ধরে রাস্তায় আটকে ছিলাম।

তিনি বলেন, প্রবল বাতাসের কারণে আগুন দাউ দাউ করে জ্বলছিল এবং আশপাশের এলাকায় ভয়াবহ গতিতে আগুন ছড়িয়ে পড়েছিল। এটি সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ, এক নারকীয় পরিস্থিতি ছিল।

তিনি আরও জানান, সেখানকার সড়ক যোগাযোগ ব্যবস্থাও সংকটের আরেকটি কারণ। সেখানে প্রধান সড়ক দুটি, আর সরু আরেকটি রাস্তা। এই তিনটি পথ ধরেই সবাইকে প্যালিসেডস থেকে বের হতে হবে। যে কোনো সময় যানজট লেগে সড়ক বন্ধ হয়ে যাবে আর আগুন আমাদের শেষ করে দেবে এই ভয়ই আতঙ্কিত করেছে সবাইকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

৮০ কুয়েত প্রবাসীর ভাগ্য দূতাবাসের ওপর

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যা জানা গেল

পর্নো তারকাকে ঘুষ / মামলায় দোষী হয়েও যে কারণে নিঃশর্ত মুক্তি পেলেন ট্রাম্প

বিরহের কবিতা ‘অপেক্ষার শেষ প্রহরে’

হার মানতে রাজি নন সোনিয়া, পায়ে লিখে দেন পরীক্ষা

লস অ্যাঞ্জেলস দাবানলে ক্ষয়ক্ষতির পরিমাণ রেকর্ড ছাড়াবে

মেঘনায় দুই স্পিডবোটের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪

চুরি করা গরু দিয়ে বিএনপি নেতার ভূরিভোজ, অতঃপর...

দাবানল থেকে পালাতে গিয়ে ‘নারকীয় অভিজ্ঞতা’ বাসিন্দাদের

১০

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যুক্ত নয় মার্কিন সরকার : দূতাবাস

১১

দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাসের দাবি

১২

নতুন কর্মসূচি নিয়ে ফের মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো

১৩

‘বহুভাষিক শ্রেণিকক্ষে ইংরেজি শিক্ষাদানের কৌশল উন্নয়ন’ শীর্ষক সম্মেলন

১৪

বিএনপির যুগ্ম মহাসচিব সালামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

১৫

কারও একক কৃতিত্বে জুলাই বিপ্লবে সফলতা আসেনি : নজরুল ইসলাম

১৬

ভারতীয় রুপির দরপতন চলছেই, দাম এখন ইতিহাসের সর্বনিম্নে

১৭

মায়ামির সাথে নতুন চুক্তিতে ইউরোপে ফেরার সুযোগ থাকছে মেসির

১৮

জন্মভূমিতে ফিরে যেভাবে নিজের অনুভূতি জানালেন মালালা

১৯

শীতকালীন ঝড়, যুক্তরাষ্ট্রে ৩ হাজার ফ্লাইট বাতিল

২০
X