কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

লস অ্যাঞ্জেলেসে দাবানল নেভাতে নামানো হলো কারাবন্দিদের

আগুন নেভানোর কাজ করছেন এক কর্মী। ছবি : সংগৃহীত
আগুন নেভানোর কাজ করছেন এক কর্মী। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দ্রুত ছড়িয়ে পড়া ধ্বংসাত্মক দাবানল নেভানোর কাজে শত শত কারাবন্দিদের নামানো হয়েছে। তাদের দিয়ে দমকলকর্মীর কাজ করানো হচ্ছে। খবর দ্য গার্ডিয়ানের।

ক্যালিফোর্নিয়ার সংশোধন ও পুনর্বাসন বিভাগ (সিডিসিআর) বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জানিয়েছে, তীব্র বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল নিয়ন্ত্রণহীন। আগুন নেভাতে পেশাদার ফায়ার ফাইটাররা যথেষ্ট নয়। তাই দাবানলের বিরুদ্ধে লড়াই করতে ৭৮৩ জন কারাবন্দিকে দমকলকর্মীর কাজে মোতায়েন করা হয়েছে। বন্দিদের ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নিসুরক্ষা বিভাগের অধীনে রেখে কাজ করানো হচ্ছে। সাথে প্রায় দুই হাজার অগ্নিনির্বাপক কর্মী দিনরাত কাজ করে আগুন নতুন এলাকায় ছড়ানো ঠেকানোর আপ্রাণ চেষ্টা করছেন।

সিডিসিআর রাজ্যজুড়ে ৩০টিরও বেশি অগ্নিনির্বাপণ ক্যাম্প পরিচালনা করছে। যেখানে কারাগারে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ দেওয়া হয় এবং আগুন, বন্যা এবং অন্যান্য দুর্যোগে সাড়া দেওয়ার সময় কর্তৃপক্ষকে সহায়তা করার মতো প্রস্তুত করা হয়। এই স্থানগুলোকে ‘কনজারভেশন ক্যাম্প’ বলা হয়। গত সপ্তাহে এসব ক্যাম্পে ১,৮০০ জনেরও বেশি কারাবন্দি অগ্নিনির্বাপক কর্মীকে রাখা হয়েছিল ।

এদিকে দাবানল দ্রুতগতিতে ছড়িয়ে পড়ায় জরুরি সেবা বিভাগের নিয়মিত কর্মীরা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন। তাদের অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। আলজাজিরার খবরে বলা হয়েছে, দাবানলের কারণে এক লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। ১ হাজার ১৬২টি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। এই অভিযানে ৩১টি হেলিকপ্টার ও ছয় পানি ট্যাংকার বিমান অংশ নিয়েছে।

অঞ্চলটিতে বাতাসের গতি অনেক বেশি, যা হারিকেনের মতো। লস অ্যাঞ্জেলেসের কাছে অভিজাত এলাকা প্যাসিফিক প্যালিসেডসে তীব্র বাতাসের কারণে আগুন এক বাড়ি থেকে অন্য বাড়িতে ছড়িয়ে পড়ছে। প্যাসিফিক প্যালিসেডস এলাকায় গত বুধবার বিকেল পর্যন্ত ১৬ হাজার একর ভূমি পুড়ে গেছে, যার মধ্যে এক হাজারেরও বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য একটি দাবানল আলতাদেনা এলাকার চারপাশে ছড়িয়ে পড়েছে। সেখানে ১০ হাজার ৬০০ একর জমি পুড়ে গেছে।

সর্বশেষ খবর বলছে, আগুন দ্রুত নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে। বাসিন্দারা বলছেন, কোনো বোমা অঞ্চলটিতে ফেলা হয়েছে বলে অনভূতি হচ্ছে। পরিস্থিতি খুবই ভয়াবহ। বাড়িঘর রক্ষার চিন্তা ছেড়ে দিয়ে বাসিন্দারা আশপাশের রাজ্যে সরে যাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সত্য ঘটনার ছায়া অবলম্বনে ‘নিরুদ্দেশ’

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্বের কিছু নেই : নজরুল ইসলাম

৩৩তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

ঘোষণাপত্রে সব শ্রেণি-পেশার মানুষের কথা থাকতে হবে : সারজিস

গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান

জাল টাকা দিয়ে সিগারেট কিনতে যান হাসান, অতঃপর...

দর্জির দোকানে পোশাক বানাতে লাগবে বাড়তি টাকা

হোয়াটসঅ্যাপে নতুন যে বিশেষ সুবিধা আসছে

সাদপন্থিদের কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে জোবায়েরপন্থিদের বিক্ষোভ

আইপিএলের চেয়ে কঠিন ঢাকা প্রিমিয়ার লিগ, দাবি ভারতীয় ক্রিকেটারের

১০

চশমা কিনতেও গুনতে হবে বাড়তি টাকা

১১

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল চোরের

১২

পিছিয়ে গেল বাংলাদেশে কাবিশের কনসার্ট

১৩

পারিবারিক সহিংসতার শিকার নির্মাতা মিনহাজ

১৪

ক্যাম্পাস ও আবাসন ইস্যুতে অনশনের ডাক জবি শিক্ষার্থীদের

১৫

এবার সিলেটে মাহফিল করবেন আজহারি

১৬

এক আম ১৬০০ টাকায় বিক্রি

১৭

সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট

১৮

পাঁচ দিনে কেমন থাকবে তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস

১৯

দেশে প্রথমবার ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত

২০
X