যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনে শিক্ষামন্ত্রী হিসেবে রেসলিং কোম্পানি ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) সাবেক প্রধান নির্বাহী (সিইও) লিন্ডা ম্যাকমাহনকে মনোনীত করার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১৯ নভেম্বর) এক বিবৃতির মাধ্যমে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট এ মনোনয়ন ঘোষণা করেন।
ট্রাম্পের এই সিদ্ধান্ত অনেকের কাছেই চমকপ্রদ, কারণ লিন্ডা ম্যাকমাহন দীর্ঘদিন ধরে বিনোদন ও ব্যবসা জগতে সক্রিয়। তবে তার মনোনয়ন প্রেসিডেন্ট ট্রাম্পের শিক্ষা নীতি এবং দেশব্যাপী শিক্ষামূলক সংস্কারে এক নতুন দিক উন্মোচন করতে পারে বলে মনে করা হচ্ছে।
লিন্ডা ম্যাকমাহন শিক্ষামন্ত্রী হিসেবে যে ভূমিকা পালন করবেন, সে সম্পর্কে ট্রাম্প বলেন, লিন্ডা গত কয়েক বছরে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের (এএফপিআই) বোর্ড চেয়ার হিসেবে কাজ করেছেন এবং অভিভাবকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট ১২টি অঙ্গরাজ্যে সর্বজনীন স্কুল বাছাইয়ের সুযোগ সৃষ্টি করেছে, যার মাধ্যমে প্রান্তিক এবং মধ্যবিত্ত শ্রেণির শিশুরা উচ্চমানের শিক্ষা লাভের সুযোগ পেয়েছে।
ট্রাম্প আরও বলেন, লিন্ডা ম্যাকমাহন শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করবেন এবং তিনি সারা দেশে শিক্ষা বাছাইয়ের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
এর আগে লিন্ডা ম্যাকমাহন ট্রাম্পের প্রথম প্রশাসনে ক্ষুদ্র ব্যবসা প্রশাসনের (এসবিএ) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৯ সালে তিনি এসবিএ থেকে পদত্যাগ করেন এবং ট্রাম্পপন্থি আর্থিক প্রচারণা গোষ্ঠী ‘আমেরিকা ফার্স্ট অ্যাকশন’-এর নেতৃত্ব গ্রহণ করেন। এছাড়া, তিনি বর্তমানে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের চেয়ারম্যান, যা ট্রাম্পপন্থি একটি থিংক ট্যাংক হিসেবে পরিচিত।
লিন্ডা ম্যাকমাহনকে শিক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করার পর ট্রাম্প বলেন, ‘যদিও আমি নির্বাচনী প্রচারণায় শিক্ষা মন্ত্রণালয় বাতিল করার কথা বলেছিলাম, তবে আমি জানি যে, কংগ্রেসের অনুমোদন ছাড়া এটি সম্ভব নয়। তাই পূর্বসূরিদের মতো এবারও আমি শিক্ষা মন্ত্রণালয়কে বহাল রাখব, কিন্তু আমার লক্ষ্য হলো- শিক্ষা ব্যবস্থায় কার্যকর পরিবর্তন আনা।’
ট্রাম্পের আগে লিন্ডা ম্যাকমাহন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান হওয়ার দৌড়ে ছিলেন। তবে ট্রাম্প তাকে ওই পদে মনোনীত না করে ক্যান্টর ফিটজেরাল্ডের সিইও হাওয়ার্ড লুটনিককে বাণিজ্যমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন।
উল্লেখ্য, লিন্ডা ম্যাকমাহন তার স্বামী ভিন্স ম্যাকমাহনের সঙ্গে যৌথভাবে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই) প্রতিষ্ঠা করেন এবং দীর্ঘদিন ধরে এর প্রধান নির্বাহী হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অর্থ সহায়তা এবং সমর্থন প্রদান করেন, যা ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের একটি নিদর্শন।
মন্তব্য করুন