কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সবসময় মার্কিন প্রেসিডেন্টের সাথে থাকা কালো ব্রিফকেসে কী আছে?

মার্কিন প্রেসিডেন্টদের পাশে সবসময় কালো ব্রিফকেস নিয়ে দাঁড়িয়ে থাকেন একজন কর্মকর্তা। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্টদের পাশে সবসময় কালো ব্রিফকেস নিয়ে দাঁড়িয়ে থাকেন একজন কর্মকর্তা। ছবি : সংগৃহীত

খেয়াল করলে দেখা যায় কালো কোট, কালো বুট পরে হেটে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্যুট-বুট পরে তার ঠিক পেছনে কিছুটা দূরত্বে হাঁটছেন আরও একজন। এই পেছনের ব্যক্তির হাতের দিকে তাকালে আপনার চোখ আটকে যেতে বাধ্য। প্রেসিডেন্টের ওই সহকারীর হাতে ঝোলানো কালো রঙের একটি ব্রিফকেস।

আকারে খুব বড় নয়, তবে ওজন প্রায় ২০ কেজি। তবে শুধু ট্রাম্প বা বাইডেনই নয়, আমেরিকার সব প্রেসিডেন্টের সঙ্গে সর্বক্ষণ থাকে এই কালো ব্রিফকেস।

২০ কেজি ওজনের এই ব্রিফকেসটি বহন করার দায়িত্বে থাকেন একজন সামরিক কর্মী। যার নাম ‘নিউক্লিয়ার ফুটবল’। তবে খেলার ফুটবলের সঙ্গে অবশ্য এর কোনো সম্পর্কই নেই। এর মধ্যে লুকনো আছে আমেরিকার পরমাণু অস্ত্রের মন্ত্র। সেই মন্ত্রই সঙ্গে নিয়ে ঘোরেন মার্কিন প্রেসিডেন্টরা।

তবে কী আছে এই ব্রিফকেসের ভেতরে? বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, মাত্র ৪টি উপাদান আছে ওই কালো ব্রিফকেসে। দুটি বই, একটি ফাইল এবং একটি কার্ড। আর তা দিয়েই যে কোনো মুহূর্তে শত্রু পক্ষের ওপর পরমাণু হামলার জন্য প্রস্তুত হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

নিউক্লিয়ার ফুটবলের প্রথম উপাদানের নাম ‘দ্য ব্ল্যাক বুক’। এই বইয়ের দৈর্ঘ্য ১২ ইঞ্চি ও প্রস্থ ৯ ইঞ্চি। এতে রয়েছে কালো এবং লাল রঙে ছাপা ৭৫টি খোলা পাতা। এই পাতায় লেখা আছে কীভাবে শত্রুকে বিকল্প উপায়ে আক্রমণ করা যায়।

ব্রিফকেসে আরও রয়েছে নিরাপদ কিছু ঠিকানার উল্লেখ। যে গুলো নির্দেশনা দেওয়া আছে জরুরি পরিস্থিতিতে যেখানে প্রেসিডেন্ট আশ্রয় নিতে পারেন। নিউক্লিয়ার ফুটবলে রয়েছে ম্যানিলা ফোল্ডার নামের একটি বিশেষ ফাইল। যাতে এমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম ব্যবহারের বর্ণনা রয়েছে। এ ছাড়াও প্রেসিডেন্টের ব্রিফকেসে একটি ছোট কার্ড থাকে। সেখানে লেখা বিশেষ কিছু কোড রয়েছে। যার মাধ্যমেই মূলত পরমাণু হামলা চালানো হয়।

কখনো যদি মার্কিন প্রেসিডেন্ট পরমাণু অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেন, তা হলে একমাত্র তার নির্দেশে এই ব্রিফকেস খোলা হবে। সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পৌঁছে যাবে দেশের প্রতিরক্ষা দপ্তরে। নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে এগোবে গোটা প্রক্রিয়া। প্রেসিডেন্ট ছাড়া আর কারও সাধ্য নেই এমন সিদ্ধান্ত নেওয়ার।

আমেরিকার ছ’টি সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখা থেকে এক জন করে পালাক্রমে নিউক্লিয়ার ফুটবল বহন করে থাকেন। এই বহনকারী বার বার পরিবর্তিত হয়। তবে কে কখন এই দায়িত্ব পাবেন, তা আগ থেকে কেউ ঘুণাক্ষরেও টের পান না।

আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থায় নিউক্লিয়ার ফুটবলের সংখ্যা অবশ্য একটি নয়। একই ধরনের ৩টি ব্রিফকেস রয়েছে। একটি প্রেসিডেন্ট এবং একটি ভাইস প্রেসিডেন্ট ও অপরটি হোয়াইট হাউজে থাকে। কোনও কারণে প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিতে অক্ষম হলে ভাইস প্রেসিডেন্টের হাতে সেই ক্ষমতা হস্তান্তরিত হবে।

পরমাণু আক্রমণের সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতিতে না থাকলেও সর্বক্ষণ কালো এই ব্রিফকেস সঙ্গে রাখেন মার্কিন প্রেসিডেন্ট। বলা হয় আমেরিকার প্রতিরক্ষার স্বার্থেই নিউক্লিয়ার ফুটবল সঙ্গে রাখেন বাইডেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননের আরও অভ্যন্তরে ঢোকার চেষ্টা, নিহত ৬ ইসরায়েলি সেনা

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস 

আসিফ নজরুলকে হেনস্তা, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত সরকারের

ভবদহে প্রথমবারের মতো চালু হচ্ছে ভাসমান টয়লেট

মেয়েকে শাসন করায় ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে হত্যা

১৪ নভেম্বর, ইতিহাসের এই দিনে কী ঘটেছিল

বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

খুবিতে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফির প্রতিবাদে আন্দোলন

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরেছেন আহতরা 

১০

১৪ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১১

জেডআরএফের পরিচালনা পর্ষদ 'বোর্ড অব ডাইরেক্টরস কমিটি’ গঠন

১২

হাসপাতালে ফিরছেন না, রাতেও রাস্তায় থাকছেন আহতরা

১৩

প্রধান উপদেষ্টা না আসা পর্যন্ত রাজপথ ছাড়ব না: আন্দোলনকারী

১৪

ঢাবির সিন্ডিকেট সভায় নতুন ছয় সদস্যের যোগদান

১৫

গাজায় ইসরায়েলের অভিযান বন্ধের সময় এসেছে : যুক্তরাষ্ট্র

১৬

ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল চায় ঢাকা রেসিডেনসিয়ালের শিক্ষার্থীরা

১৭

রোহিঙ্গা সংকটের প্রভাব নির্ধারণ ও ভবিষ্যৎ উত্তরণের উদ্যোগ

১৮

আওয়ামীপন্থি শিক্ষক নিয়ে ঢাবির সিন্ডিকেট সভা, প্রতিবাদে বিক্ষোভ

১৯

শতাধিক ইঞ্জিনিয়ার নেবে টেকনোনেক্সট সফটওয়্যার

২০
X