কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পপুত্রের ভোট দেওয়া নিয়ে মাতামাতি

বাবার সঙ্গে ব্যারন ট্রাম্প। ছবি : সংগৃহীত
বাবার সঙ্গে ব্যারন ট্রাম্প। ছবি : সংগৃহীত

এক মেয়াদ পর আবারও হোয়াইট হাউস পুনরুদ্ধার করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিাহস গড়তে দেননি কমলা হ্যারিসকে। ম্যাজিক ফিগার ২৭০ আসন নিশ্চিতের পরই বিজয়ী ভাষণ দিয়ে ফেলেছেন ট্রাম্প। এই নির্বাচনে প্রথমবারের মতো ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দিয়েছেন তার ছেলে ব্যারন ট্রাম্প।

ভোটকেন্দ্রে ভোট দেওয়ার সময় ব্যারনের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টও করেন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। পোস্টে তিনি জানান, জীবনে প্রথমবারের মতো ভোট দিতে গেল ব্যারন, তাও আবার প্রথম ভোটটি বাবার জন্য।

২০১৬ সালে প্রথম নির্বাচনে লড়াই করেন ডোনাল্ড ট্রাম্প। সেবার তিনি হিলারি ক্লিনটনকে পরাজিত করে হোয়াইট হাউসের বাসিন্দা হন। এরপর ২০২০ সালে বাইডেনের কাছে হেরে যান তিনি। এবার কমলা হ্যারিসকে পরাজিত করে ঠিকই পুনরুদ্ধার করেছেন হোয়াইট হাউস।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাইডেনের আমলে যেভাবে দেশে দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল এবার হয়তো সেই পরিস্থিতির কিছুটা অবসান ঘটাতে পারেন ট্রাম্প।

এদিকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ফক্স নিউজ। সব ভোট গণনা শেষের আগেই প্রাথমিক ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের হিসাব-নিকাশ মতে, আর কোনোভাবেই কমলা হ্যারিসের এগিয়ে যাওয়ার সুযোগ নেই।

ট্রাম্পের জয়ের খবরে বিভিন্ন রাজ্যে উৎসবে মেতেছেন তার সমর্থকরা। ট্রাম্পের নির্বাচনী প্রচারের প্রধান কার্যালয় থেকে বিবিসি জানিয়েছে, ফক্স নিউজ যখন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের জয়ের অনুমান ঘোষণা করছিল তখন হলরুমে উপস্থিত সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। তাদের কান ফাটানো জয়ধ্বনিতে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়। এ সময় অনেক সমর্থক আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা একে অপরকে জড়িয়ে ধরে ট্রাম্পের নামে স্লোগান দিতে থাকেন।

অপরদিকে কমলা এখনো হাল ছাড়ছেন না। তার প্রচারশিবিরের সহসভাপতি সেড্রিক রিচমন্ড বলেন, ‘আমাদের এখনো ভোট গণনা করা বাকি আছে। আমাদের এমন রাজ্য রয়েছে যেগুলোর ফল এখনো নিশ্চিত নয়। আমরা রাতেও লড়াই চালিয়ে যাব। যাতে প্রতিটি ভোট গণনা হয়। প্রতিটি কণ্ঠস্বর যাতে নিশ্চিত করা হয়। সুতরাং আপনি (সমর্থক) আজ রাতে ভাইস প্রেসিডেন্টের কাছ থেকে ভাষণ শুনতে পাবেন না। তবে আগামীকাল তিনি ভাষণ দেবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই : তারেক রহমান

চীনা নাগরিক হত্যা : সহকর্মীর ১০ বছরের কারাদণ্ড

এই সরকার রক্ত আর লাশের দ্বারা নির্বাচিত : ফরহাদ মজহার

‘ওলামা মাশায়েখের মহাসম্মেলন জনসমুদ্রে পরিণত হয়েছিল’

ঝালকাঠির উন্নয়ন মানেই আমুর কমিশন বাণিজ্য

যুব সমাজের অর্জিত বিপ্লব নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে : ড. মাসুদ

ট্রাম্পের সঙ্গে কাজ করতে চায় ইইউ

‘হাতপাখাকে বিজয়ী করলে এদেশ দুর্নীতিমুক্ত হবে’

অসুস্থ আট ঢাবি শিক্ষার্থীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করল শিবির

‘বৈরী পরিবেশে দাঁড়িয়ে কেউ কেউ স্বাধীন গণমাধ্যমের জন্য লড়াই করেছেন’

১০

‘সংখ্যালঘু অন্তর্ভুক্তি প্রশ্ন : সংকট ও সমাধান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

১১

ট্রাম্পের উদ্দেশ্যে তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাস

১২

১০ বছরের মধ্যে সবচেয়ে বাজে র‌্যাঙ্কিংয়ে কোহলি

১৩

কিউএস র‌্যাঙ্কিং / এশিয়ার সেরা একশতে নেই দেশের কোনো বিশ্ববিদ্যালয় 

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাবি ছাত্রদলের পোস্টারিং

১৫

তেঁতুলিয়ায় কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের ‘জিয়া ট্রি’ রোপণ

১৬

মুক্তির আগেই ‘পুষ্পা-২’র মার্কিন বক্স অফিসে দাপট

১৭

সহযোগিতা বাড়াতে ব্রাজিলকে প্রধান উপদেষ্টার আহ্বান

১৮

বাবা-ছেলের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, বিএনপির নোটিশ

১৯

তাইওয়ানে তামিমের স্বর্ণজয়

২০
X