শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন নির্বাচন নিয়ে ইলন মাস্কের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ

ইলন মাস্ক। ছবি : সংগৃহীত
ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও অপতথ্য ছড়িয়েছেন ইলন মাস্ক। সেসব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ব্যাপক প্রচার পেয়েছে। ‘সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেট’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির বরাতে আলজাজিরা জানিয়েছে, চলতি বছর মার্কিন নির্বাচন নিয়ে মাস্ক বিভিন্ন সময় এক্স-এ পোস্ট করেন। সেসবের ৮৭ শতাংশই মিথ্যা বা বিভ্রান্তিকর ছিল। আন্তর্জাতিক ফ্যাক্ট চেকাররা এসব নিশ্চিত করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, অপতথ্যের পোস্টগুলো ব্যাপক সাড়া ফেলেছে। যা দুই বিলিয়ন ভিউ হয়েছে। এর মানে হচ্ছে অনেকে তার মিথ্যা তথ্যে প্রভাবিত হতে পারেন।

মাস্কের পোস্টগুলোতে মূলত ভোটার আমদানি করা, অভিবাসীদের নিয়ে বিভ্রান্তি ছড়ানো, ভোটারের ধরন ও সংখ্যা নিয়ে মন্তব্য, ভোটপ্রক্রিয়ার সুসংহত অবস্থা নিয়ে প্রশ্ন তুলে সন্দেহ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা ও ভোটাধিকার নিয়ে কাজ করা কর্মীরা নির্বাচন নিয়ে ভুল তথ্য প্রকাশের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। একই সঙ্গে এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর কর্তৃপক্ষকে নির্বাচন নিয়ে যেকোনো ধরনের ভুল তথ্য সরিয়ে ফেলতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তহবিলে সবচেয়ে বড় দাতাদের একজন তিনি। এমনকি সুইং স্টেটগুলিতে ট্রাম্পের পক্ষে প্রচারাভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ইলন মাস্ক।

১৩ জুলাই পেনসিলভানিয়ার বাটলারে হত্যা প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে ট্রাম্পকে প্রথম সমর্থন দেওয়ার পর থেকে, ইলন মাস্ক ট্রাম্পের প্রচারাভিযানের একটি অংশ হয়ে উঠেছেন, যেখানে তিনি প্রায়শই সতর্কবার্তা দিয়ে থাকেন যে শুধু ট্রাম্পই আমেরিকার গণতন্ত্রকে ‘বাঁচাতে’ পারেন। প্রচারণার শেষ দিনগুলিতে ইলন মাস্ক পেনসিলভানিয়া রাজ্যে বেশ সক্রিয় হয়েছেন, যেটি একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র হিসেবে ডোনাল্ড ট্রাম্প ও কমালা হ্যারিস, উভয়ের জন্যই সমান মনোযোগের কেন্দ্র হয়ে উঠেছে।

ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি নভেম্বরে জয়ী হলে, মার্কিন সরকারের ‘খরচ কমানো’-র ব্যাপারটা তদারকি করতে পারেন ইলন মাস্ক। এমনকি যদি তিনি সেই দায়িত্ব পালন না করেন, তবুও ইলন মাস্কের সমর্থনের জন্য ট্রাম্প তার কথা শুনবেন এবং মাস্ক প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণে শক্তিশালী প্রভাব ফেলতে পারেন বলে পর্যবেক্ষকরা বিশ্বাস করেন। ইলন মাস্ক বলেছেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণের মাধ্যমে ‘শ্বাসরোধ’ করা ঠেকাতে একটি ‘সরকারি দক্ষতা বিভাগ’ করা হলে সেটার নেতৃত্ব দেওয়ার ব্যাপারে আগ্রহী থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতে আ.লীগের পুনর্বাসন ঠেকাতে হবে: নুর

নির্বাচন যত দ্রুত হবে, সমস্যা তত কমে আসবে : মির্জা ফখরুল

খাসজমির দখল নিয়ে সংঘর্ষে দুজন নিহত

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ক্রীড়াঙ্গন অন্যতম একটি মাধ্যম : আমিনুল হক 

তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল

আহত রানার পাশে ‘আমরা বিএনপি পরিবার’

ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক

একদিকে প্রশান্তি, অশান্তিও বিরাজ করছে: শামা ওবায়েদ

চোর সন্দেহে খুঁটিতে বেঁধে যুবককে নির্যাতন

র‍্যানকন মটরসের সঙ্গে ক্র্যাক প্লাটুন চার্জিং সলুশনের চুক্তি

১০

জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য : নয়ন

১১

‘এক ফ্যাসিস্টকে হটিয়ে আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় দেখতে চাই না’

১২

জুলাই বিপ্লবে আহত মুক্তিযোদ্ধার ছেলে বাবুকে নেওয়া হচ্ছে থাইল্যান্ড

১৩

মাদকাসক্ত ছেলেকে কারাগারে দিলেন মা

১৪

কপ২৯-এর এনসিকিউজি টেক্সট হতাশাজনক : পরিবেশ উপদেষ্টা

১৫

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নিরাপদ থাকবে যেসব দেশ

১৬

সাভারের তরুণীর টানে ঢাকায় কোরিয়ান যুবক

১৭

‘আ.লীগের মতো চোর পৃথিবীতে আর নেই’

১৮

‘উড়ন্ত চক্ষু হাসপাতালের সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ’

১৯

সেন্টমার্টিন নিয়ে ব্যাখ্যা দিলেন পর্যটন উপদেষ্টা

২০
X