কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে এক শহরে ৩-৩ ভোটে ড্র ট্রাম্প-কমলা

নির্বাচনে ভোট দিচ্ছেন এক ভোটার। ছবি : সংগৃহীত
নির্বাচনে ভোট দিচ্ছেন এক ভোটার। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যরাতে একটি শহরে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে ৩-৩ ভোটে ড্র হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (০৫ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ হ্যাম্পশায়ারের ছোট্ট শহর ডিক্সভিল নচের একটি কেন্দ্রে মধ্যরাতে ভোট হয়েছে। এতে কেন্দ্রে নিবন্ধিত ছয় প্রার্থীর সকলে ভোট দিয়েছেন। গণনা শেষে দেখা গেছে, দুই প্রার্থীই এ আসনে সমান সমান ভোট পেয়েছেন।

মার্কিন ঐতিহ্য মেনে ১৯৬০ সাল থেকে কেন্দ্রটিতে মধ্যরাতের পর ভোট শুরু হয়। এ প্রথা মেনেই সোমবার মধ্যরাতের পর যুক্তরাষ্ট্র-কানাডার সীমান্তবর্তী এ কেন্দ্র ভোট শুরু হয়। এরপর তা গণনাও করা হয়।

নির্বাচনী কর্মকর্তারা ভোটগ্রহণের পর ফল প্রকাশ করেছেন। এতে দেখা গেছে মোট ছয়জন ভোটারই ভোট দিয়েছেন। সেখানে মোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস তিনটি এবং রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তিনটি ভোট পেয়েছেন।

নিউ হ্যাম্পশায়ারের নির্বাচনী আইন অনুসারে যেসব শহরে ১০০ জনের কম ভোটার রয়েছেন সেখানে মধ্যরাতে ভোটকেন্দ্র খুলে দেওয়ার নিয়ম রয়েছে। এ ছাড়া সব ভোটার ভোট দিলে ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে শুরু হবে ভোটগ্রহণ। মূলত ‘সুইং স্টেট’ অঙ্গরাজ্যগুলোর ভোটের ফলাফলের ওপরই নির্ভর করবে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের জয়-পরাজয়।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণতন্ত্রের এই দেশটিতে আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে। এবারের নির্বাচনে ইতোমধ্যেই ৮ কোটি ১০ লাখেরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। আর আজ ৫ নভেম্বর নির্বাচনের দিন দেশটির ৫০টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসিতে সশরীরে ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে।

সশরীরে ভোটদানের সুযোগের পাশাপাশি বেশিরভাগ অঙ্গরাজ্যে ডাকযোগেও ভোটের ব্যবস্থা থাকে। এই পদ্ধতিতে ভোটাররা মূলত চিঠির মাধ্যমে পূরণকৃত ব্যালট পেপার পাঠাতে পারেন অথবা কোনো সুনির্দিষ্ট ড্রপ-অফ স্থানে তা জমা দিয়ে যেতে পারেন।

প্রতিটি অঙ্গরাজ্য নিজেদের নিয়ম অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয় ভোট গণনা। তবে সাধারণত অঙ্গরাজ্য ভেদে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে ভোট গণনা শুরু হতে পারে। মূলত সময়ের ব্যবধানের কারণে যুক্তরাষ্ট্রে ভোট গণনার সময়ে পার্থক্য দেখা যায়। যেসব অঙ্গরাজ্যের ভোট দ্রুত গণনা হয়, সেসব স্টেটের ফল রাতেই পাওয়া যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে আন্তর্জাতিক মানের কনভেনশন হল চালু

পরিবেশবান্ধব ভবন নির্মাণের উদ্যোগ নিতে হবে : রিজওয়ানা হাসান 

ভারত থেকে এল আরও ১০ হাজার ৫০০ মেট্রিক টন চাল

বন্যা হাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

রমজানে ডায়াবেটিস রোগীদের ওষুধ গ্রহণ নিয়ে নতুন গবেষণা

ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার কথা ভুলে যেতে বললেন ট্রাম্প

জবি ও সাংহাই বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা  / ইলিশের লিঙ্গান্তরের রহস্য উন্মোচন

সব মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবিহ পড়ার আহ্বান

ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে বিস্ফোরক বার্তা রাশিয়ার

মিরসরাইয়ে চতুর্মুখী সংঘর্ষে নিহত ২, আহত ২০

১০

পর্দা নামল ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের

১১

অস্ত্রসহ সুন্দরবনের হান্নান বাহিনীর ৭ দস্যু আটক

১২

প্রেস অ্যাক্রিডিটেশনের নতুন নীতিমালা প্রকাশ

১৩

কালবেলার ফটোকার্ড এডিট করে ভুয়া তথ্য প্রচার

১৪

মাঝ আকাশে নারীর মৃত্যু, বিমানে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন দম্পতি

১৫

বিবিএস ও ইউএনএফপিএ’র জরিপ / নারীর প্রতি যৌন সহিংসতা বেড়েছে

১৬

আন্দোলনে ‘ধর্ষণের শিকার’ দাবি করা মাহির অডিও ফাঁস

১৭

ঢাকার পরিবহন ব্যবস্থার উন্নয়নে ডিএনসিসিকে কারিগরি সহায়তা দেবে লন্ডনের টিএফএল

১৮

এনআরবিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আদনানের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

১৯

বিসমিল্লাহ গ্রুপের এমডি-চেয়ারম্যানসহ ৮ জনের ১২ বছরের কারাদণ্ড

২০
X