কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৪:১৪ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের প্রত্যন্ত গ্রামে কমলার বিজয়ের জন্য প্রার্থনা

ভারতে কমলা হ্যারিসের জন্য প্রার্থনা। ছবি : সংগৃহীত
ভারতে কমলা হ্যারিসের জন্য প্রার্থনা। ছবি : সংগৃহীত

আজ ৫ নভেম্বর। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুসারে আজ দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬০তম এই প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে লড়তে যাচ্ছেন কমলা হ্যারিস এবং রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগমুহূর্তে ভারতে কমলার পৈতৃক গ্রামে তার বিজয়ের জন্য প্রার্থনা করা হচ্ছে।

মঙ্গলবার (০৫ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের দক্ষিণাঞ্চলের ছোট্ট জনপদ তামিলনাড়ুর থুলসেন্দ্রপুরমের বাসিন্দারা কমলার জন্য প্রার্থনা করতে জড়ো হয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত এ প্রার্থী শুরু হতে যাওয়া মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কমলা হ্যারিসের মাতামহ ১০০ বছরের বেশি সময় আগে চেন্নাইয়ের দক্ষিণ উপকূলীয় শহর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরের একটি গ্রামে জন্মগ্রহণ করেন। এরপর তিনি চেন্নাইয়ে চলে আসেন। অবসর গ্রহণের আগ পর্যন্ত তিনি সেখানে একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করেন।

আল জাজিরা জানিয়েছে, কমলা ভারতীয় বংশোদ্ভূত হলেও তিনি কখনোই থুলসেন্দ্রপুরমে যাননি। এছাড়া এ গ্রামে তার কোনো আত্মীয় জীবিত নেই। তবে স্থানীয়রা এখনও এ পরিবারটিকে শ্রদ্ধা করে।

স্থানীয় মন্দিরের পুরোহিত এম নটরাজন অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, আমাদের গ্রামের পূর্বপুরুষের নাতনি মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বিজয় আমাদের প্রত্যেকের জন্য খুশির সংবাদ হবে।

কমলার জন্য দেবতা শিবের একটি রূপ আয়নার প্রতিমূর্তির সামনে প্রার্থনার নেতৃত্ব দেন নটরাজন। তিনি বলেন, আমাদের দেবতা অত্যন্ত শক্তিশালী ঈশ্বর। যদি আমরা তার কাছে ভাল প্রার্থনা করি, তাহলে তিনি তাকে বিজয়ী করবেন।

উল্লেখ্য, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণতন্ত্রের এই দেশটিতে আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে। এবারের নির্বাচনে ইতিমধ্যেই ৮ কোটি ১০ লাখেরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। আর আজ ৫ নভেম্বর নির্বাচনের দিন দেশটির ৫০টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসিতে সশরীরে ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে।

সশরীরে ভোটদানের সুযোগের পাশাপাশি বেশিরভাগ অঙ্গরাজ্যে ডাকযোগেও ভোটের ব্যবস্থা থাকে। এই পদ্ধতিতে ভোটাররা মূলত চিঠির মাধ্যমে পূরণকৃত ব্যালট পেপার পাঠাতে পারেন অথবা কোনো সুনির্দিষ্ট ড্রপ-অফ স্থানে তা জমা দিয়ে যেতে পারেন।

প্রতিটি অঙ্গরাজ্য নিজেদের নিয়ম অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয় ভোট গণনা। তবে সাধারণত অঙ্গরাজ্য ভেদে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে ভোট গণনা শুরু হতে পারে। মূলত সময়ের ব্যবধানের কারণে যুক্তরাষ্ট্রে ভোট গণনার সময়ে পার্থক্য দেখা যায়। যেসব অঙ্গরাজ্যের ভোট দ্রুত গণনা হয়, সেসব স্টেটের ফল রাতেই পাওয়া যেতে পারে।

তবে ভয়েস অব আমেরিকা বলছে, নির্বাচনের চূড়ান্ত ফলাফল গোষণায় কয়েকদিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। যেহেতু বিভিন্ন অঙ্গরাজ্যে ব্যালট গণনা ও চিঠির মাধ্যমে আসা ভোট গণনা করার প্রয়োজন হবে তাই এসব অঙ্গরাজ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ বেশ সময়সাপেক্ষ।

২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করতে বেশ কয়েক দিন লেগে গিয়েছিল। এবারও এমনটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ নতুন প্রেসিডেন্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে বিজয়ীদের নাম জানতে ৫ নভেম্বরের বেশ কয়েকদিন পর পর্যন্ত অপেক্ষার প্রয়োজন দেখা দিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ গোপন কেন্দ্রের সন্ধান পেল গুম তদন্ত কমিশন

‘আপত্তিকর’ ছবি ছড়াতেন সাবেক স্বামী, অতঃপর...

মাওলানা সাদকে দেশে আসতে না দিতে সরকারকে হুঁশিয়ারি

ভোলায় বজ্রপাতে দুজনের মৃত্যু

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকা কলেজ ছাত্রদলের কর্মসূচি পালন

চট্টগ্রামে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত শাহাদাত

ট্রাম্পই হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট : জলহস্তীর ভবিষ্যদ্বাণী

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু

‘তওবা না করলে মাওলানা সাদকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না’

১০

মার্কিন নির্বাচনে কেন গুরুত্বপূর্ণ মিশিগান ও পেনসিলভানিয়া

১১

পিরোজপুরে যুবলীগ নেতা লাভলু গ্রেপ্তার

১২

ট্রাম্প না কমলা, কার জয়ে বাংলাদেশের কী হবে?

১৩

যুক্তরাষ্ট্রের নির্বচানে বোমা হামলার হুমকি

১৪

মার্কিন প্রেসিডেন্ট নিয়ে কার্টুনের ভবিষ্যদ্বাণী

১৫

বিপ্লব-সংহতি দিবসে ঢাকায় জনসমাগমে প্রস্তুত সাভার বিএনপি : সালাউদ্দিন বাবু

১৬

সমাজসেবা অধিদপ্তরের ওএসডি ডিজিকে সরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

১৭

আইফোন ও ম্যাক কম্পিউটারে আসছে অ্যান্ড্রয়েডের নতুন সুবিধা

১৮

চিকিৎসক-জনতা মুখোমুখি, মামলার আসামি হয়ে গ্রামশূন্য পুরুষ

১৯

লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

২০
X