রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ১০:২১ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

হাতি ও গাধা কীভাবে আমেরিকার নির্বাচনী প্রতীক হলো

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান পার্টি, যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দল। যুক্তরাষ্ট্রের নির্বাচনে বহু বছর ধরে প্রধান এই দুই দলের মধ‍্যেই প্রতিদ্বন্দ্বিতা হয়ে আসছে। ১৮৫৩ সালের পর থেকে হোয়াইট হাউজে থাকা সব মার্কিন প্রেসিডেন্টই এই দুই দল থেকে এসেছেন। এবারের নির্বাচনেও এর ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন মানেই হাতি ও গাধার দ্বন্দ্ব।

যুক্তরাষ্ট্রের দুই প্রধান দলের প্রতীক প্রায় শত বছরের পুরোনো। প্রশ্ন হলো, দলীয় প্রতীক হাতি ও গাধাকে কেন বেছে নেওয়া হলো? এমন তো নয় যে, যুক্তরাষ্ট্রে সুন্দর প্রতীকের দারুণ অভাব। দুটি প্রধান দলকে বিদঘুটে হাতি আর গাধাকেই কেন বেছে নিতে হলো?

আসলে দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক একই শিল্পীর মাথা থেকে এসেছে। তার নাম থমাস ন্যাস্ট। তবে ব‍্যালটে থাকে না এসব প্রতীক। সেখানে থাকে শুধু প্রার্থীর নাম।

যুক্তরাষ্ট্রে ১৮২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন চারজন। ওই নির্বাচনে অ্যান্ড্রু জ্যাকসন নামের একজনকে প্রার্থী করা হয়। সবাইকে অবাক করে জ‍্যাকসন সর্বোচ্চ ভোট পেলেও, অন‍্য প্রার্থীদের কূটকৌশলের কারণে তিনি প্রেসিডেন্টের দ্বায়িত্ব পাননি। এতে ক্ষিপ্ত হয়ে তার সমর্থকরা নতুন দল গঠন করে, যার নাম ডেমোক্রেটিক পার্টি।

এরপর ক্ষমতাসীন দল ও সমর্থকরা জ্যাকসনকে নিয়ে সংবাদপত্রে হাসি-তামাসা শুরু করে। কিছু পত্রিকা তাকে ‘জ্যাকঅ্যাস’ বলে সম্বোধন করে কার্টুনে গাধার ব্যঙ্গচিত্রের সঙ্গে তুলনা করে। জ্যাকসন নামটি পছন্দ করেন এবং গাধাকে নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহার করেন।

তখন কার্টুনশিল্পী থমাস ন্যাস্ট অ্যান্ড্রু জ্যাকসনের মাথায় একটি গাধার (জ্যাকঅ্যাস) শরীরের ওপর বসিয়ে কার্টুন আঁকেন। অবশিষ্ট রাজনৈতিক জীবনে অ্যান্ড্রু জ্যাকসনকে এই গাধার ছায়া বহন করতে হয়। যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের অবসানের পর অন্য ডেমোক্র্যাট নেতাদেরও প্রতীক হয়ে ওঠে গাধা। এই প্রতীক নিয়েই ১৮২৮ সালের নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্টকে হারান জ্যাকসন।

উনিশ শতকের মাঝামাঝি সময়ে আব্রাহাম লিংকন এবং দাসপ্রথাবিরোধী হুইগরা মিলে গড়েন নতুন রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি। ১৮৭৪ সালে থমাস ন্যাস্ট হাতিকে রিপাবলিকানদের প্রতীক হিসেবে উপস্থাপন করেন। তিনি তার কার্টুনে দেখান, সিংহের চামড়া পিঠে চাপিয়ে একটি গাধা বনের সব প্রাণীকে ভয় দেখাচ্ছে। সিংহের ছদ্মবেশী সেই গাধাকে দেখে সবাই ভয়ে পালাচ্ছে। কেবল স্থির ও অচঞ্চল একটি হাতি ছাড়া।

হাতির এই নির্ভীক বিষয়টাই তুলে ধরেন কার্টুনশিল্পী। থমাস ন্যাস্টের এমন অর্থবহ কার্টুন দারুণ পছন্দ হয় রিপাবলিকানদের। আর হাতি প্রতীকের সেই আইডিয়া লুফে নেন রিপাবলিকানরা। সেই থেকে হাতি হয়ে ওঠে রিপাবলিকান পার্টির নির্বাচনী প্রতীক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী

ফিরে গেল জাইকা, অনিশ্চয়তায় র‌্যাপিড পাস সুবিধা

ব্যবসায়ী হত্যা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

খুলনায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ

মাদক কারবারিদের হামলায় পোশাক ব্যবসায়ী নিহত

অধিনায়কত্ব নিয়ে নিজের ভাবনা জানালেন তাসকিন

মানুষের সঙ্গে কোনো অন্যায় করা যাবে না : মুন্না

তাওহীদি জনতার বাধায় পণ্ড মেহজাবীনকে দিয়ে শোরুম উদ্বোধন

আন্দোলনে নিহত / সাব্বিরের পরিবারে হাসি ফোটালেন সাবেক এমপি কায়কোবাদ

দুর্নীতি-দখলবাজমুক্ত দেশ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ : নয়ন

১০

এপ্রিলে বিয়ে, আগস্টে শহীদ হন ছাত্রদলের রাব্বি  

১১

আওয়ামী অপশক্তির অপতৎপরতা নস্যাতে জাতি প্রস্তুত : এহসানুল হুদা

১২

চকরিয়ায় বনভূমি রক্ষায় জনসচেতনতামূলক মাইকিং

১৩

হাতি ও গাধা কীভাবে আমেরিকার নির্বাচনী প্রতীক হলো

১৪

নিউক্যাসলের কাছে হারে আর্সেনালের শিরোপা স্বপ্নে ধাক্কা

১৫

আ স ম রবকে সহযোগিতার চিঠি, স্থানীয় বিএনপিতে ‘ভয়’

১৬

নতুন আঙ্গিকে বাকশাল করেছিলেন শেখ হাসিনা : রিজভী 

১৭

এবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

১৮

আওয়ামী লীগের মাতৃভূমি হচ্ছে ভারত : আতাউর রহমান ঢালী

১৯

সংবাদ বিজ্ঞপ্তি / স্বাস্থ্য খাতের দুর্নীতি রোধ করে বরাদ্দ বাড়ানো দরকার : ডা. তাহের

২০
X