আর মাত্র ১১ দিন পর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে মার্কিন নির্বাচনের প্রচারণায় সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। নির্বাচনী বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, অভিবাসীরা যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের ময়লার ভাগাড়ে’ পরিণত করেছে, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) অ্যারিজোনায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় ট্রাম্প বলেন, ‘আমাদের দেশ এখন একপ্রকার ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। গোটা বিশ্বের জন্য আমরাই তাদের ময়লার জায়গা।’ তার এ মন্তব্য অভিবাসীদের প্রতি তার কট্টর অবস্থানের পরিচায়ক, যা ২০১৬ সালের নির্বাচনী প্রচারণা থেকেই তিনি অব্যাহত রেখেছেন।
শুক্রবার (২৫ অক্টোবর) সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ট্রাম্পের এ মন্তব্যের পর ডেমোক্র্যাটিক দলের নেতারা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এটি বর্ণবাদী এবং অশ্বেতাঙ্গ অভিবাসীদের প্রতি বিদ্বেষমূলক। তারা উল্লেখ করেন, ট্রাম্পের এ বক্তব্য মার্কিন সমাজে বিদ্বেষ ও বিভাজন সৃষ্টি করতে পারে।
উল্লেখ্য, ট্রাম্পের অভিবাসন নীতি দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তিনি অভিবাসীদের বারবার ‘পশু’, ‘সন্ত্রাসী’ এবং ‘গ্যাং সদস্য’ হিসেবে বর্ণনা করেছেন। এ ধরনের ভাষা ব্যবহারের মাধ্যমে ট্রাম্প তার সমর্থকদের মধ্যে একটি নির্দিষ্ট মনোভাব তৈরি করতে সক্ষম হয়েছেন। তিনি দাবি করেন, অভিবাসনের ফলে যুক্তরাষ্ট্রের অপরাধের হার বেড়েছে এবং এটি দেশের জীবনধারাকে বিপর্যস্ত করছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে ট্রাম্পের বক্তব্যের ফলে রাজনৈতিক মহলে অস্থিরতা দেখা দিয়েছে। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। হ্যারিস ট্রাম্পের অভিবাসন নীতির কঠোর সমালোচক এবং তাকে ‘ফ্যাসিবাদী’ হিসেবে অভিহিত করেছেন।
ডেমোক্র্যাট শিবিরের মতে, ট্রাম্পের এ অভিবাসনবিরোধী বক্তব্য দেশের সামাজিক বিভাজন বাড়াতে পারে, যা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে। এদিকে, মার্কিন জনগণ ও রাজনীতিবিদদের মধ্যে ট্রাম্পের মন্তব্য নিয়ে বিতর্ক চলতে থাকায়, আগামী নির্বাচনে কেমন প্রতিক্রিয়া তৈরি হবে, তা এখন দেখার বিষয়।
এ পরিস্থিতিতে, অভিবাসন নীতির বিষয়ে ট্রাম্পের অবস্থান কতটা জনপ্রিয়তা অর্জন করবে এবং কিভাবে এটি নির্বাচনের চিত্র পরিবর্তন করবে- তা নিয়েও আলোচনা চলছে। নির্বাচনী প্রচারণার এ মুহূর্তে অভিবাসন ইস্যু উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
মন্তব্য করুন