যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতা এবার ইতিহাসের অন্যতম কঠিন লড়াই হয়ে উঠেছে। আগামী চার বছরের জন্য বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশটির শাসনভার কার হাতে যাবে, তা নির্ধারণে এখন শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতা চলছে। আর মাত্র ১১ দিন পর অনুষ্ঠিত হবে এ বহুল প্রতীক্ষিত ভোট, যার দিকে নজর গোটা বিশ্বের।
ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষই বিরামহীন প্রচারণা চালাচ্ছেন। ইতোমধ্যে আড়াই কোটির বেশি আমেরিকান ভোটার আগাম ভোট দিয়ে ফেলেছেন। জনমত জরিপের ফল অনুযায়ী, জাতীয় পর্যায়ে কমলা সামান্য এগিয়ে থাকলেও গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে উভয় প্রার্থীর মধ্যে খুব সামান্য ব্যবধান দেখা যাচ্ছে। এ রাজ্যগুলোই মূলত নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে জাতীয় জরিপের ফলাফল থেকে জানা যায়, কমলা হ্যারিস সামান্য এগিয়ে থাকলেও কিছু দোদুল্যমান রাজ্যে ট্রাম্প এগিয়ে রয়েছেন। এ সাতটি প্রধান রণক্ষেত্র রাজ্যের মধ্যে মিশিগান, পেনসিলভানিয়া, এবং উইসকনসিনে সামান্য ব্যবধানে কমলা এগিয়ে আছেন, যেখানে ট্রাম্প অ্যারিজোনা, জর্জিয়া, এবং নর্থ ক্যারোলাইনায় শক্ত অবস্থানে রয়েছেন।
রয়টার্স এবং ইপসোসের সাম্প্রতিক জরিপ থেকে জানা যায়, জাতীয় পর্যায়ে ৪৬ শতাংশ সমর্থনে কমলা হ্যারিস সামান্য এগিয়ে আছেন, যেখানে ট্রাম্পের পক্ষে রয়েছে ৪৩ শতাংশ ভোটার সমর্থন।
প্রেসিডেন্ট নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই নির্বাচনী উত্তেজনা বাড়ছে। বিগত নির্বাচনের অভিজ্ঞতায়, ভোটের ফলাফল কেবল জরিপের ওপর নির্ভর করে পূর্বাভাস করা কঠিন। অতীতের মতো এবারও চমকপ্রদ কোনো ফলাফল হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন।
মন্তব্য করুন