চার বছর ক্ষমতায় থাকাকালে ফেসবুকের সঙ্গে সম্পর্ক ভালো যায়নি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার অভিযোগ- ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।
এ নিয়ে নতুন একটি বই লিখেছেন ট্রাম্প। আগামী সপ্তাহে ওই বইটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
ট্রাম্প এর আগেও একাধিকবার অভিযোগ করেছেন, গেল প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছিলেন জাকারবার্গ। এবার নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে জাকারবার্গ কনজারভেটিভদের আশ্বস্ত করেছেন, ফেসবুক নির্বাচনে হস্তক্ষেপ করবে না।
এরপরই নতুন করে জাকারবার্গের দিকে কামান দাগালেন ট্রাম্প। তিনি হুঁশিয়ার করে বলেছেন, জাকারবার্গ যদি আবারও নির্বাচনে হস্তক্ষেপ করে তাহলে তাকে ‘বাকিটা জীবন কারাগারে’ কাটাতে হবে।
আগামী ৩ সেপ্টেম্বর ট্রাম্পের লেখা ‘সেভ আমেরিকা’ নামের ওই বইটি প্রকাশিত হবে। ওই বইয়ে হোয়াইট হাউসে জাকারবার্গের সঙ্গে ট্রাম্পের একটি ছবিও রয়েছে।
তবে ছবিটি কবে তোলা হয়েছে, সে তারিখ বইয়ে উল্লেখ নেই। ২০২০ সালের নির্বাচনে নির্বাচনী অবকাঠামো খাতে জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান ৪২ কোটি ডলার দিয়েছিলেন। ওই ঘটনাকেই নির্বাচনে হস্তক্ষেপ বলে দাবি করে আসছেন ট্রাম্প।
মন্তব্য করুন