যুক্তরাষ্ট্র থেকে নিখোঁজ হওয়ার চার বছর পর কানাডার সীমান্ত থেকে আলিসিয়া নাভারো নামের এক তরুণী (১৮) উদ্ধার হয়েছেন। তিনি ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের আরিজোনা থেকে নিখোঁজ হয়েছিল। বুধবার (২৬ জুলাই) তাকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গেলেন্ডালে রাজ্য পুলিশ। খবর ফক্স নিউজের।
গেলেন্ডালে পুলিশের কর্মকর্তারা জানান, ১৪ বছর বয়সে আলিসিয়া নিখোঁজ হন। এখন তার বয়স ১৮। তাকে যুক্তরাষ্ট্র-কানাডার সীমান্তবর্তী মন্টানা শহর থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শারীরিক প্রতিবন্ধী আলিসিয়া একাকী থাকার জন্য ২০১৯ সালে মাঝরাতে বাসা থেকে বের হয়ে যান। নিখোঁজের পর থেকে ধারাবাহিকভাবে মেয়ের খোঁজ করে গেছেন তার মা জেসিয়া নুনেজ।
গেলেন্ডালে পুলিশের মুখপাত্র জোস সান্টিয়াগো বলেন, ‘আমরা খুবই আনন্দিত। আমরা আশা করছি, এই পরিবার আরও কিছুদিন একসঙ্গে কাটাতে পারবে।’
পুলিশ জানিয়েছে, আলিসিয়া যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত থেকে ৪০ মাইল দক্ষিণে মন্টানা পুলিশ স্টেশনে গিয়ে হাজির হয়। পুলিশের দেওয়া এক ভিডিওতে দেখা গেছে, আলিসিয়া বলছেন, ‘না, না , কেউ আমাকে কষ্ট দেয়নি।’ তার নিখোঁজের বিষয়ে গেলেন্ডালে পুলিশ ও ফেডারেল ব্যুরো তদন্ত করছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন