যুক্তরাজ্য বিএনপির জোনাল কমিটির কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে গত ১০ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) যুক্তরাজ্য বিএনপির সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমেদ (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার সিদ্ধান্ত মোতাবেক সব জোনাল কমিটি পুনর্গঠনের লক্ষ্যে প্রতিটি জোনাল কমিটি থেকে পূর্বের সিদ্ধান্ত মোতাবেক মেম্বারশিপ সংখ্যা কমপক্ষে ২০০ জন করে হবে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসব সদস্যদের বিস্তারিত যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দপ্তরে জমা প্রদানের আহ্বান জানানো হয়।
সভায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনায় দলের সিনিয়র নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন