শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ১০:২৩ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার

টিউলিপ সিদ্দিক এবং তার বিকল্প হিসেবে যাদের বিবেচনা করা হচ্ছে। ছবি : দ্য টাইমস
টিউলিপ সিদ্দিক এবং তার বিকল্প হিসেবে যাদের বিবেচনা করা হচ্ছে। ছবি : দ্য টাইমস

দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তিনি বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। খালা শেখ হাসিনার শাসনব্যবস্থার সঙ্গে দুর্নীতির যোগসূত্রের অভিযোগে এখন তদন্তের মুখোমুখি তিনি। এমন পরিস্থিতিতে দল ও দলের বাইরে থেকে তার ওপর পদত্যাগের চাপ বাড়ছে। ধারণা করা হচ্ছে, পদত্যাগ না করলেও টিউলিপকে বরখাস্ত করা হতে পারে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, টিউলিপ সিদ্দিকের বিকল্প খুঁজছে সরকার। এমনকি তার স্থলে কাকে দায়িত্ব দেওয়া যায়, সে জন্য সম্ভাব্য কয়েকজন প্রার্থীর নামও বিবেচনা করছে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিট। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করে দ্য টাইমস।

দ্য টাইমসকে প্রশাসনের উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের জ্যেষ্ঠ কর্মকর্তারা টিউলিপ সিদ্দিকের ইস্যুতে নজর রাখছেন। খালা শেখ হাসিনার দুর্নীতির সঙ্গে যোগসাজশের কারণে তাকে পদত্যাগে বাধ্য করা হতে পারে। এমনটি ঘটার সম্ভাবনায় তার স্থলাভিষিক্ত কে হবেন; তা আগেই নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ কয়েকজনের নাম ইতোমধ্যে তালিকাভুক্তির কাজও শেষ হয়েছে।

যদিও টিউলিপ নিজেকে নির্দোষ দাবি করে প্রধানমন্ত্রীর নীতিশাস্ত্র পর্যবেক্ষণকারী সংস্থার কাছে তদন্তের আহ্বান জানিয়েছেন; তবু যুক্তরাজ্যের ক্ষমতাসীনরা তাকে নিয়ে বিব্রত।

টিউলিপ বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের (ট্রেজারি) অর্থনীতিবিষয়ক মন্ত্রী (ইকোনমিক সেক্রেটারি)। মন্ত্রী হিসেবে দেশটির আর্থিক খাতের অপরাধ-দুর্নীতি বন্ধের দায়িত্ব তার। তবে সম্প্রতি তিনি সম্পত্তি জালিয়াতিসহ একাধিক অভিযোগে তদন্তের মুখে পড়েছেন। তার বিরুদ্ধে প্রধান অভিযোগ, খালা শেখ হাসিনার দলের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশি ব্যক্তিদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়া।

এদিকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রকাশ্যে টিউলিপ সিদ্দিকের পক্ষ নিয়েছেন। তিনি টিউলিপের ওপর পূর্ণ আস্থা রাখেন বলেও ঘোষণা দিয়েছেন। আর ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেছেন, দলটি টিউলিপের বিকল্প প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে বলে যে ধারণা করা হচ্ছে তা সম্পূর্ণ অসত্য।

তবে টাইমস দাবি করছে, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠদের মধ্যে কেউ কেউ অন্তত অনানুষ্ঠানিকভাবে কে কে টিউলিপের উত্তরসূরি হতে পারেন তা বিবেচনা করছেন।

বর্তমানে টিউলিপ ইস্যুতে ডাউনিং স্ট্রিট সরগরম। যুক্তরাজ্য সরকারের অনেকেই এ নিয়ে সমালোচনা করছেন। বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি উঠেছে। টিউলিপের খালা শেখ হাসিনার নেতৃত্বাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগের নিপীড়নের আলোচনাও ডাউনিং স্ট্রিটে পৌঁছেছে। সে দলের সঙ্গে টিউলিপের যোগসূত্র থাকা এবং সে সম্পর্ককে কাজে লাগিয়ে একাধিক সম্পত্তি ভোগ নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে।

বিশেষ করে তিনিই বর্তমানে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আলোচনা ভিন্নমাত্রা পেয়েছে। এদিকে ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এ অবস্থায় তার সঙ্গে সম্পৃক্ত টিউলিপের আর্থিক দুর্নীতি যুক্তরাজ্যে এখন বড় ইস্যু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে বিএনপি-আ.লীগের সংঘর্ষে আহত ৫০

কোনো কোনো দলের বক্তব্য সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো : আবু হানিফ

মায়ের জন্য খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান

এমন একটি ছবি কাঁদায়ও : মুশফিকুল আনসারী

তিন বিবস্ত্র নারীর ভাইরাল ছবি কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের?

আরও ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের দাবানল, সর্বোচ্চ সতর্কতা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম

জয় অধরাই রয়ে গেল ঢাকার 

নদী দখল করে ব্যবসায়ী নেতার কারখানা নির্মাণ

‘আ.লীগ স্বাধীনতা তো দূরের কথা, স্বাধীনতা শব্দটির ধারণাই পাল্টে দিয়েছে’

১০

নেইমারের মায়ামিতে যোগদানের গুঞ্জনের বিষয়ে মুখ খুললেন সুয়ারেজ

১১

টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার

১২

এখন কেমন আছেন খালেদা জিয়া, জানালেন চিকিৎসক

১৩

বিএআরএফের ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

১৪

‘নির্বাচিত হয়ে পুরো দেশের দায়িত্ব নেবেন তারেক রহমান’

১৫

শিক্ষার্থীদের আত্মরক্ষায় কেশবপুরে কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

১৬

সরকারি চাকরিজীবীদের কার কত বেতন বাড়ছে

১৭

‘সরকার রাজনৈতিক দলের আস্থার মর্যাদা রাখতে পারছে না’

১৮

গোপালগঞ্জে বিএনপি-আ.লীগের সংঘর্ষ চলছে

১৯

‘টোপ দিয়ে কক্সবাজারে নিয়ে হত্যা করা হয়েছে টিপুকে’

২০
X