জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের পর ব্রিটেনের মন্ত্রিসভায় জায়গা পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী রুশনারা আলী।
প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বাসস্থান, কমিউনিটি ও স্থানীয় সরকারের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারির দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশিত মন্ত্রীদের নামের তালিকায় মঙ্গলবার রুশনারার নামও দেখা যায়।
গত সপ্তাহে (৪ জুলাই) অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন রুশনারা আলী।
নির্বাচনে ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টিকে বড় ব্যবধানে হারিয়ে দেয় লেবার পার্টি। সংসদের ৬৫০টির মধ্যে ৪১২ আসনে জয় নিশ্চিত করে দলটি।
রুশনারা আলী ২০১০ সাল থেকে বেথনাল গ্রিন অ্যান্ড বো-এর সংসদ সদস্য (এমপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি লেবার পার্টির একজন সদস্য। এবারের নির্বাচনেও তিনি বেথনালগ্রিন ও স্টেপনি থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হন। রুশনারাই প্রথম ব্রিটিশ বাংলাদেশি হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি ১৯৭৫ সালে বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথে জন্মগ্রহণ করেন। মাত্র ৭ বছর বয়সে পরিবারের সঙ্গে লন্ডনে চলে যান এবং সেখানেই তিনি বড় হন। রুশনারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন। সে সময় থেকে তিনি রাজনীতি সচেতন ছিলেন।
রুশনারা ২০১০ সালে নির্বাচিত প্রথম তিন মুসলিম নারী এমপিরও অন্যতম। সে সময় তার বিজয় লন্ডনে বাংলাদেশি প্রবাসী ও বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলে।
তিনি প্রতিশ্রুতি অনুযায়ী সর্বসাধারণের জন্য কাজ করে প্রশংসিত হন। এ ছাড়া যুদ্ধবিরোধী নেত্রী হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। তিনি মনে করেন, যুদ্ধ কোনো সমাধান নয়। যুদ্ধ ভবিষ্যৎকে কেবল রক্তাক্তই করছে। ব্রিটিশ সরকারের যুদ্ধনীতির কারণে তিনি পার্লামেন্টে সরাসরি প্রতিবাদ করেন। এমনকি একবার পদত্যাগও করেছিলেন এ নেত্রী।
মন্তব্য করুন