লেবার পার্টির মনোনয়ন পেয়ে দ্বিতীয়বারের মতো পার্লামেন্ট সদস্য হয়েছেন আপসানা বেগম। লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের পপলার অ্যান্ড লাইমহাউস আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। নির্বাচনে ১৮ হাজার ৫৩৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী গ্রিন পার্টির নাথালি বেইনফিট পেয়েছেন ৫ হাজার ৯৭৫ ভোট।
জানা গেছে, নির্বাচনে প্রাক্তন স্বামীকে হারিয়েছেন আপসানা বেগম। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তার প্রাক্তন স্বামী এহতেশামুল হকও। তবে জনপ্রিয়তায় তার ধারেকাছেও যেতে পারেননি তিনি।
নির্বাচনের ফলাফলে দেখা গেছে, আপসানা বেগম পেয়েছেন ১৮ হাজার ৫৩৫ ভোট। পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইসহাউস থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় অবস্থানে রয়েছেন গ্রিন পার্টির নাথালি বেইনফিট। তিনি পেয়েছেন ৫ হাজার ৯৭৫ ভোট। এ ছাড়া কনজারভেটিভ পার্টির ফ্রেডি ডউনিং তৃতীয় অবস্থানে রয়েছেন। তিনি পেয়েছেন চার হাজার ৭৩৮ ভোট। আর সর্বশেষ অবস্থানে রয়েছেন প্রাক্তন স্বামী এহতেশামুল হক। তিনি পেয়েছেন চার হাজার ৫৫৪ ভোট।
২০১৯ সালের প্রথম পার্লামেন্ট সদস্য হন আপসানা। ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টে প্রথম হিজাব পরিহিত সংসদ সদস্য তিনি। ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে জোরালো ভূমিকা রাখেন দ্বিতীয়বারের মতো নির্বাচিত এই নেতা।গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েও আলোচনায় এসেছিলেন আপসানা।
তার জন্ম ও বেড়ে ওঠা টাওয়ার হ্যামলেটসেই। তার বাবা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলর মনির আহমেদ। তাদের আদি নিবাস সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়। তিনি কুইনমেরি বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতিতে ২০১১ সালে স্নাতক ও ২০১২ সালে সোয়াস বিশ্ববিদ্যালয় থেকে আইন ও কমিউনিটি লিডারশিপের ওপর পোস্টগ্রাজুয়েট ডিপ্লোমা করেন।
মন্তব্য করুন