যুক্তরাজ্যের নির্বাচনে রেকর্ডসংখ্যক আসনে জয় পেয়েছে লেবার পার্টি। এবার নির্বাচনে ৪১২টি আসনে নিজেদের জয় তুলে নিয়েছে দলটি। ফলে বিরাট ব্যবধান তৈরি হয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সঙ্গে লেবার পার্টির। অন্যদিকে কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন। যেখানে দেশটিতে সরকার গঠনের জন্য ৩২৬ আসনে জয় পেতে হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির পেয়েছে ৭১টি আসন। ফলে দেশটিতে টানা ১৪ বছর রাজত্বের পর কনজারভেটিভ পার্টি ক্ষমতা হারাচ্ছে।
এরইমধ্যে লেবারপার্টির নেতা কিয়ার স্টারমার বলেছেন, এখন থেকেই পরিবর্তন শুরু হলো। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আনন্দিত।
নির্বাচনে নিজের পরাজয় স্বীকার করে নিয়েছেন সুনাক। তিনি ফলাফলে দুঃখপ্রকাশ করে দায় নিজের কাঁধে নিয়ে বলেন, অনেক কিছু শেখার আছে।
জানা গেছে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন স্যার কিয়ের স্টারমার। চার বছর আগে কট্টর বামপন্থি রাজনীতিবিদ জেরেমি করবিনের জায়গায় লেবার পার্টির নেতৃত্বে আসেন স্যার কিয়ের স্টারমার।
রাজনীতির ময়দানের একেবারে কেন্দ্রে তার দলকে ফিরিয়ে আনার লক্ষ্যে এবং ভোটে ভালো ফল করার জন্য কাজ করছেন তিনি। গত ১৪ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা লেবার পার্টি, এবারে জিতে তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে যাচ্ছে।
মন্তব্য করুন