গ্যাং সহিংসতায় উত্তাল হাইতি। দেশটিতে সশস্ত্র গ্যাং সদস্যদের হামলায় কারাগার থেকে পালিয়েছেন হাজারো বন্দি। এরপর এবার হাইতির কেন্দ্রীয় ব্যাংকে হামলা হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। বুধবার (২০ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হাইতির পুলিশ জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকে হামলার ঘটনায় পাল্টা হামলা চালিয়েছে তারা। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন।
ব্যাংকের এক কর্মচারী এএফপিকে বলেন, একদল অপরাধী ব্যাংক অব দ্য রিপাবলিক অব হাইতিতে (বিআরএইচ) হামলা চালিয়েছে। এতে চারজনের ওপরে নিহত হয়েছেন। এ ছাড়া এ সময় আহত হয়েছেন আরও এক নিরাপত্তারক্ষী।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক কর্তৃপক্ষ নিরাপত্তা বাহিনীকে নিজেদের কমিউনিটির সুরক্ষা দেওয়ায় ধন্যবাদ জানিয়েছে।
গ্যাং সহিংসতায় গত কয়েক সপ্তাহ ধরে উত্তাল অবস্থায় রয়েছে হাইতি। দেশটিতে গ্যাং সদস্যরা কয়েকদিন আগে কারাগারে হামলা চালিয়ে হাজার হাজার বন্দিকে বের করে নেয়। এরপর থেকে আন্দোলনে উত্তাল হয়ে ওঠে দেশ। গ্যাং সদস্যরা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে আসছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বিআরএইচ জানিয়েছে, রুয়ে পাভিতে গতকাল আমাদের সাইটের কাছের ঘটনার পর নিরাপত্তা বাহিনী ও ব্যাংকের সিকিউরিটি টিম পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করেছে। তারা এ ঘটনায় নিজেদের কর্মকর্তা ও স্টেট পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে।
গ্যাং সহিংসতার আন্দোলনের পর হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের বেশিরভাগ প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। তবে রাজধানীতে যে কয়েকটি প্রতিষ্ঠান চালু রয়েছে তারমধ্যে এটি অন্যতম।
নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে এক কর্মকর্তা জানান, হামলার তিন অথবা চারজন ক্রিমিনাল নিহত হয়েছেন। এ ছাড়া গুলিবিদ্ধ হয়ে এক গার্ড সদস্য আহত হয়েছেন। যদিও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।
উল্লেখ্য, হাইতির সাবেক পুলিশ কর্মকতা জিমি চেরিজিয়ার গ্যাং সহিংসতায় নেতৃত্ব দিচ্ছেন। তিনি দেশটিতে বারবিকিউ হিসেবে পরিচিত। মূলত প্রধানমন্ত্রী আরিয়েল হেনরিকে পদত্যাগে বাধ্য করার জন্য তিনি এ সহিংসতা চালিয়ে আসছেন।
দেশটির এ গ্যাং সদস্যরা এর আগে দুটি কারাগারে হামলা চালায়। এতে হাজারো বন্দি কারাগার থেকে পালিয়ে যায়। এ ছাড়া বেশ কয়েকজন নিহতও হন।
মন্তব্য করুন