অবৈধ ভারতীয়দের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি ভারতীয়দের খুঁজে খুঁজে ফেরত পাঠাচ্ছে। কয়েক দফায় সামরিক বিমানে ভারতীয়দের এরইমধ্যে ফেরত পাঠানো হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতীয়দের আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ কোস্টারিকা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যেসব ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে তাদের জায়গা দেবে কোস্টারিকা। মধ্যপ্রাচ্য এবং ভারতের ২০০ অভিবাসী দেশটিতে যাচ্ছেন।
কোস্টারিকার আগে পানামা ও গুয়েতেমালাও একই ধরনের পদক্ষেপ নিয়েছে। দেশটি জানিয়েছে, যেসব অভিবাসীদের যুক্তরাষ্ট্র ফেরত পাঠাচ্ছে তাদের নিজেদের দেশে জায়গা দিতে চায় কোস্টারিকা। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে।
প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বুধবার আমেরিকার একটি যাত্রীবাহী বিমান মধ্য এশিয়া বা মধ্যপ্রাচ্য এবং ভারত থেকে বেশকিছু অভিবাসীদের নিয়ে দেশটিতে যাবে। কোস্টারিকা তাদের স্বাগত জানাবে। সেখানে নামার পর এসব অভিবাসীদের নিজেদের দেশে পাঠানোর ব্যবস্থা করবে।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার যারা দেশটি পৌঁছাবেন তাদের একটি অস্থায়ী অভিবাসী ক্যাম্পে রাখা হবে। পানামার সীমান্তের কাছে এ ক্যাম্প তৈরি করা হয়েছে। এরজন্য ইন্টারন্যাশনাল অপারেশন ফর মাইগ্রেশন এবং যুক্তরাষ্ট্র অর্থ ব্যয় করবে।
মন্তব্য করুন