নাটকীয় এক পরিস্থিতির সম্মুখীন হয়েছে আর্জেন্টিনার একটি শহর। রাতারাতি বদলে গেছে স্থানীয় নদীর পানি। রহস্যজনকভাবে রক্তের মতো লাল আকার ধারণ করেছে এর পানি।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারের সকালে আভেলানেদার বাসিন্দাদের জন্য ব্যতিক্রম ছিল। এদিন তীব্র গন্ধে ঘুম ভাঙে। তবে এর পেছনে কারণ তারা খুঁজে পাচ্ছিলেন না। শেষমেষ দেখতে পান রাতারাতি বদলে গেছে নদীর পানি। আর সেখান থেকেই আসছে এ দুর্গন্ধ।
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্সআয়ার্স থেকে মাত্র ১০ কিলোমিটার দূরের শহর আভেলানেদা। এ শহরের সারান্দি নদীতে রাতারাতি এমন ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা মারিয়া ডুকমলস বলেন, গন্ধে আমার ঘুম ভেঙে যায়। পরে সকালে উঠে দেখি নদী পুরো লাল হয়ে গেছে। দেখে মনে হচ্ছিল নদী পুরো রক্তে ভেসে গেছে।
এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তারা এজন্য দূষণকে দায়ী করছেন। তবে কারণ অনুসন্ধানে পানির নমুনা সংগ্রহ করেছে আবহাওয়া মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, সম্ভবত ‘জৈব রঞ্জকের’ কারণে পানির এমন পরিবর্তন দেখা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শহরের ওই এলাকাটিতে টেক্সটাইল ও চামড়া প্রক্রিয়াকরণের কারখানা রয়েছে। বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক বলেন, সকাল থেকে নদীর পানি লাল দেখা গেলেও বিকেল নাগাদ তা আবার স্বাভাবিক হতে শুরু করে।
মন্তব্য করুন