কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

স্বর্ণের বিনিময়ে যৌনতা : অবৈধ খনির অন্ধকার জীবন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ব্রাজিলের অ্যামাজনের এক ছোট শহরে বসবাস করেন দায়ানে লেইতে, যিনি কখনোই যৌনকর্মী হতে চাননি। ১৭ বছর বয়সে স্বামী হারানোর পর, তার কাছে একমাত্র পথ ছিল জীবনের ক্ষুদ্রতম জিনিসগুলো সংগ্রহ করে পরিবারকে বাঁচিয়ে রাখা।

কিন্তু একদিন, তার স্বামী হারানোর পর সে রকম কিছু প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে না পেরে তার এক বন্ধু তাকে অবৈধ স্বর্ণখনিতে কাজ করার পরামর্শ দেয়। দায়ানে বাধ্য হয়ে সে পথ ধরেছিলেন।

১৮ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দেওয়ার পর দায়ানে নিজের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে ফেলেন। ওই সময় থেকে জীবনের প্রাত্যহিক চাহিদা পূরণের জন্য তিনি খনিতে কাজ শুরু করেন।

কখনো রান্না, কখনো কাপড় ধোয়া, আবার কখনো বারকিপার, আর কখনো যৌনকর্মী হিসেবে কাজ করতে হতো। এত কিছুর পরও তার পরিবার জীবিকার জন্য এ কাজের উপর নির্ভরশীল ছিল।

এখানকার জীবন অত্যন্ত কঠিন। শহরের অধিকাংশ বাড়ি কাদামাটির রাস্তায় এবং একেবারে আদিম পরিবেশে গড়া। শিবিরের ভেতর মানুষ কাঠ এবং ত্রিপল দিয়ে তৈরি ঝুপড়ি ঘরে বাস করে এবং সাপ, জাগুয়ারের মতো বন্যপ্রাণী দিয়ে পরিবেষ্টিত থাকে। খনি শ্রমিকরা জীবনের বিপদ মাথায় নিয়ে এখানে বাস করেন, তবে তাদের মনের মধ্যে কখনোই শান্তি আসে না।

যদিও দায়ানেও জানেন, খনি শ্রমিকরা দুর্দশার মধ্যে থাকেন, তবে নারী শ্রমিকদের অবস্থা আরও ভয়াবহ। প্রায়ই খনিতে সহিংসতার ঘটনা ঘটে। দায়ানের কথায়, এখানে অনেক নারীকেই শিকার হতে হয় সহিংসতার, এমনকি অনেককে হত্যা করা হয়।

গত বছর, ২৬ বছর বয়সী রাইয়েলে সান্তোস নামে এক তরুণী খনিতে তার জীবন শেষ করে, কারণ সে যৌন সম্পর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।

তারপরও, সোনা ব্যবসায়ীদের কাছে অবৈধ খনি থেকে আসা সোনা রপ্তানি হয়, যা পরে গয়না, মোবাইল ফোনসহ অন্যান্য ইলেকট্রনিক পণ্য তৈরি করতে ব্যবহৃত হয়।

ব্রাজিলের খনি অঞ্চলগুলোর পরিবেশগত ক্ষতির ব্যাপারটি সবার কাছে পরিচিত, কিন্তু সহিংসতা, যৌন নিপীড়ন, এবং মানব পাচারের বিষয়গুলো প্রায়ই গোপন থাকে।

দায়ানে, যা সে শুরুর দিকে চিন্তা করেনি, এখন নিজের ভবিষ্যতের জন্য পরিবর্তন চায়। তিনি খনি থেকে বের হয়ে একটি স্ন্যাকস বার চালু করার পরিকল্পনা করেন। তবে, এ পরিকল্পনার সফলতা নিয়ে তার আশঙ্কা রয়েছে, কারণ তিনি জানেন, জীবনের এই দুঃখজনক সংগ্রাম এত সহজে শেষ হবে না।

তবে তার কথা হলো, আমি চেষ্টা চালিয়ে যাব, যতক্ষণ পর্যন্ত পারি। কারণ আমি আশা করি একদিন আমার সন্তানরা বলবে, আমাদের মা অনেক পরিশ্রম করেছেন। তিনি আমাদের জন্য অনেক কিছু সহ্য করেছেন, কখনো হাল ছাড়েননি।

এদিকে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা অবৈধ খনি বন্ধ করার প্রচেষ্টা চালালেও সোনার মূল্য বৃদ্ধি এই অবৈধ কার্যক্রম চালিয়ে যেতে উদ্বুদ্ধ করে। এমনকি এ ধরনের খনির নারী শ্রমিকদের প্রতি সহিংসতা এবং মানবিক ক্ষতির ঘটনা অপ্রকাশিত থেকে যায়।

সূত্র : বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় আরও ভূমি দখলে ইসরায়েল, বাড়ছে আগ্রাসন

করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি

আবারও ভারতে বিমান বিধ্বস্ত, এক পাইলট নিহত

ভূমিকম্পের পর মিয়ানমারে জান্তার ২০ দিনের যুদ্ধবিরতি

বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা ও মারধরের অভিযোগে মামলা

রাণীশংকৈলে সহকারী অ্যাটর্নি জেনারেল মুকুলকে গণসংবর্ধনা

দুর্ঘটনায় নিহত বৈষম্যবিরোধী আন্দোলনের সহ-মুখপাত্র

প্রধান উপদেষ্টার প্রতিনিধিকে মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে

সভাপতিকে মারধর করায় ছাত্রদল নেতা বহিষ্কার

১০

কাল বিটিভিতে রশীদ সাগরের উপস্থাপনায় ‘প্রিয় শিল্পীর প্রিয় গান’

১১

দুর্ঘটনা প্রতিরোধে স্পিড গান ব্যবহার করছে হাইওয়ে পুলিশ

১২

ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনী নিয়ে জামায়াতের বিবৃতি

১৩

আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকি : যুবদল নেতা আমিন

১৪

ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে আবারো রাজপথে নামতে হবে : বকুল 

১৫

ফুচকা খেয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩

১৬

বিএনপি নেতা খুনে গ্রেপ্তার ৪, পুলিশের সংবাদ সম্মেলন 

১৭

মসজিদের সাইনবোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা’ স্লোগান

১৮

চট্টগ্রামে বিএনপি নেতাদের ঈদ পালনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি

১৯

মামলা নেন না ওসি, বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন কৃষক

২০
X