পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি (৮৬) মারা গেছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) ফুজিমোরির মেয়ে কেইকো ফুজিমোরি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর তারা বাবা হেরে গেছেন।
পেরুর মেরুকরণকারী নেতা হিসেবে আলবার্তো ফুজিমোরি পরিচিত। তিনি মানবাধিকার লঙ্ঘনের জন্য জেলে যাওয়ার আগে লাতিন আমেরিকার দেশের অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য কৃতিত্বধারী ছিলেন।
কেইকো ফুজিমোরি বুধবার এক্স-এ একটি পোস্টে বলেছেন, আমরা যারা তাকে ভালোবাসি তাদের তার আত্মার চিরন্তন বিশ্রামের প্রার্থনা করার জন্য আমাদের সঙ্গে যোগ দিতে আহ্বান জানাচ্ছি।
১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন আলবার্তো ফুজিমোরি। এ সময় বেশ শক্ত হাতে দেশ শাসন করেন তিনি। তার শাসনামলে পেরুর তথাকথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধের অংশ হিসেবে বামপন্থি শাইনিং পাথ ও তুপাক আমারু বিদ্রোহী গোষ্ঠীর ওপর রক্তক্ষয়ী দমনপীড়ন চালানো হয়।
১৯৮০ থেকে ২০০০ সালের মধ্যে এই সংঘাতে ৬৯ হাজারের বেশি মানুষ নিহত এবং ২১ হাজার মানুষ নিখোঁজ হন। তাদের বেশিরভাগই বেসামরিক মানুষজন।
পরে ২০০৯ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে ২৫ বছরের সাজা দেয় আদালত। এর মধ্যে ১৬ বছর জেল খাটেন তিনি। তবে ২০২৩ সালের ডিসেম্বরে মানবিক কারণে তাকে মুক্তি দেওয়া হয়। চলতি বছরের জুলাই মাসে কেইকো ফুজিমোরি ঘোষণা করেছিলেন, তার বাবা ২০২৬ সালে চতুর্থ মেয়াদে রাষ্ট্রপতি হওয়ার পরিকল্পনা করেছিলেন।
মন্তব্য করুন