কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ইমরানের দলের শীর্ষ পদে পরিবর্তন

পিটিআইয়ের দলীয় পতাকা। ছবি : সংগৃহীত
পিটিআইয়ের দলীয় পতাকা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ বা পিটিআইয়ের চেয়ারম্যান পদে পরিবর্তন আনা হয়েছে। বিভিন্ন মামলায় দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান কারাগারে যাওয়ার পর গওহর আলি খানকে দলের প্রধান হিসেবে নির্বাচিত করা হয়।

সম্প্রতি পিটিআইয়ের দলের অভ্যন্তরীণ নির্বাচনগুলোকে অবৈধ ঘোষণা করেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। অভ্যন্তরীণ নির্বাচন বাতিল করার কারণে গওহর আলি খান আর পিটিআই চেয়ারম্যান নেই। এক মাসের বেশি সময় ধরে পিটিআইয়ের শীর্ষ পদটি শূন্য পড়ে আছে। নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া চললেও এবার গওহর আলি খান সে তালিকায় নেই।

এ বিষয়ে শুক্রবার জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পিটিআই নেতা শের আফজাল মারওয়াত বলেন, ‘অসন্তোষজনক’ ভূমিকার কারণে গওহর আলি খানকে দলীয় চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অদক্ষতা ও দুর্বল ভূমিকাই গওহরকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের কারণ। ব্যারিস্টার গওহর একজন ভদ্রলোক হলেও তার কার্যক্ষমতা সন্তোষজনক নয়।

পিটিআইয়ের এই শীর্ষ নেতা আরও বলেন, দলীয় কর্মীদের প্রত্যাশা পূরণে গওহর ব্যর্থ হয়েছেন। একটি দলীয় কার্যালয় পরিচালনার দায়িত্ব সামলাতে গেলে ওই ব্যক্তিকে সব সময় সক্রিয় থাকতে হয়। কিন্তু এ ক্ষেত্রে তা ঘটেনি। সাধারণ নির্বাচনের পর দলীয় নেতৃত্বে গওহর কোনো প্রশংসনীয় ভূমিকা রাখতে পারেনি। নির্বাচনের পর তাকেই দলের নেতৃত্বে থাকা উচিত ছিল। কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন।

এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার পিটিআইয়ের শীর্ষ পদে মনোনীত ব্যক্তিদের নাম গওহর আলী নিজেই ঘোষণা করেছেন। তিনি বলেন, এবার পিটিআইয়ের চেয়ারম্যান হিসেবে মনোনীত প্রার্থী হলেন আলি জাফর। আর মহাসচিব প্রার্থী ওমর আইয়ুব।

পিটিআইয়ের মুখপাত্র রউফ হাসান দলের চেয়ারম্যান এবং কেন্দ্রীয় ও প্রাদেশিক পর্যায়ে দলীয় কমিটি গঠনের জন্য ৫ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছিলেন। তবে পরে দলের পক্ষ থেকে নির্বাচন স্থগিত করা হয়। নতুন সূচি অনুযায়ী, দলের অভ্যন্তরীণ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের ২৩ ও ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দিতে হবে।

যাচাই–বাছাইয়ের কাজ হবে ২৫ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে ২৭ ফেব্রুয়ারি। আর আগামী ৩ মার্চ দলের কেন্দ্রীয় কার্যালয় ও প্রাদেশিক সচিবালয়ে ভোটাভুটি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোল্ডস্টোরেজ থেকে আলু বীজ উত্তোলনে হয়রানি

সন্ধ্যা থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়

বিদেশি পর্যটকদের জন্য সৌদির বিরাট সুখবর

হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

চিন্ময় কৃষ্ণসহ ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ

বাড়তি ওজন কমাতে যথেষ্ট যে তিনটি মসলা 

যুদ্ধবিরতির পরও ১০ গ্রামে প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞা

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, তাপমাত্রা কত

জুমার নামাজের পর বায়তুল মোকাররমে বিক্ষোভ করবে হেফাজত

চা নাকি কালো কফি, কোনটি বেশি স্বাস্থ্যকর?

১০

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪২

১১

জুলাই যোদ্ধাদের স্মরণে বেরোবিতে সাংস্কৃতিক আয়োজন

১২

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৩

পবায় সাড়ে ৪ হাজার ডাস্টবিন বিতরণ

১৪

দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে : রিজওয়ানা

১৫

২৯ নভেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

২৯ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৭

নদীবন্দরগুলোর জন্য যে সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস

১৮

২৮তম বিসিএস ফোরামের নির্বাহী কমিটি গঠন

১৯

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২০
X