কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৭:৪২ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানকে!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পুরোনো ছবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পুরোনো ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। জনপ্রিয়তার কারণেই খেলার মাঠ থেকে পৌঁছেছিলেন। দেশটিতে আগামী ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। এরইমধ্যে বিভিন্ন দল নির্বাচনী প্রচারণা শুরু করেছে। তবে অভিযোগ উঠেছে, এ নির্বাচনকে সামনে রেখে ইমরান খানের নিজ এলাকা মিয়ানওয়ালিতে রাজনৈতিক পোস্টারে তার ছবি নেই। এমনকি সেখানে উড়ছে না দলীয় কোনো পতাকাও। শনিবার (২৭ জানুয়ারি) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনীর কঠোর ব্যবস্থার কারণে নির্বাচনী প্রচারণা থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) আনেককাংশে মুছে ফেলা হয়েছে।

ইমরান খানের জায়গায় তার পক্ষে নির্বাচনে দাঁড়িয়েছেন জামাল আহসান খান। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে প্রাণনাশের হুমকি পেয়েছি। দলের কর্মীরাও হয়রানির সম্মুখীন হচ্ছে। আমি সারা জীবনেও এবারের মতো ভীতিকর নির্বাচন আগে দেখিনি।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে কারাগারে রয়েছেন। তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না। এ ছাড়া তার বিরুদ্ধে অসংখ্য মামলা বিচারাধীন রয়েছে। যদিও তার এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।

নির্বাচনকে সামনে রেখে ইসিপি ইমরান খানের দলের কয়েক ডজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে। এমনকি ইমরানের অনুগত আহসান খানও অনেকটা আত্মগোপনে থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এখনও পর্যন্ত তার আসনে নির্বাচনী সভা বা লিফলেট বিতরণ করতে দেখা যায়নি।

তিনি এএফপিকে বলেন, পাকিস্তানের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের প্রার্থী হয়ে আমি সফলভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারছি না। এটা হতাশাজনক।

দেশটিতে নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি রয়েছে। এরপরও সেখানকার ২৪ কোটি মানুষের মধ্যে এবারের নির্বাচন নিয়ে এখনও পর্যন্ত কোনো উৎসাহ উদ্দীপনা দেখা যায়নি।

চলতি মাসের শুরুতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট পিটিআইয়ের দলীয় প্রতীক ‘ব্যাটের’ ওপর নিষেধাজ্ঞা দেয়। এতে করে বড় ধাক্কা খায় দলটি। এর পরিবর্তে নির্বাচন কমিশন বোতল প্রতীক ব্যবহারের নির্দেশ দেয়। এ প্রতীক অ্যালকোহলের সঙ্গে জড়িত হওয়ায় সেটিকে অনেকে অবজ্ঞার চোখে দেখা হয়। অন্যদিকে লেখাপড়ায় পিছিয়ে থাকা দেশটির জন্য প্রতীকও বেশ গুরুত্বপূর্ণ।

ইমরান খানের পতনের সঙ্গে সঙ্গেই ফের উত্থান ঘটেছে নওয়াজ শরিফের। বিশ্লেষকদের মতে, সামরিক বাহিনীর সঙ্গে যোগসাজশ করেছেন তিনি। দেশে ফিরে শুরু করেছেন নির্বাচনী প্রচারণা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘৬ কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হবে’

বাংলাদেশে হতে পারে কাবাডি বিশ্বকাপ

ইন্টারনেট ডাটা ব্যবহাকারীদের জন্য সুখবর

সংসদ সচিবালয়ে ‘জয় বাংলা’ স্লোগান

আ.লীগ নেতার যোগসাজশে পাহাড় কেটে সাবাড় করলেন বিএনপি নেতা

ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা

গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক / বাংলাদেশের সব অংশীজনকে নিয়ে কাজ করবে চীন

বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে জরুরি মিটিংয়ে বসছে বিসিবি

বাতিল হতে পারে অস্কার অনুষ্ঠান!

আবাসন সুবিধাবঞ্চিত ছাত্রীদের ৩ হাজার করে টাকা দিবে ঢাবি

১০

রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে আবারও কর্মবিরতি

১১

নিম্নমানের কাগজে ছাপার চেষ্টা, সরকার প্রেসের ৬০ হাজার বই জব্দ

১২

ফেসবুকে প্রেম, দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার

১৩

রক্তপাত এড়াতে নিজেই ধরা দিলেন প্রেসিডেন্ট ইউন

১৪

মাংস বিক্রির উদ্দেশে রাতের অন্ধকারে ঘোড়া জবাই, অতঃপর...

১৫

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮৫ মামলা

১৬

জামায়াতের আমিরের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

১৭

সাড়ে ৬ হাজার টাকার জন্য হত্যা করা হয় হোসাইনকে

১৮

সম্পত্তি নিয়ে বিরোধ, ভাতিজার হাতে চাচার মৃত্যু

১৯

সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ

২০
X