কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১০:২১ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা, শান্তির আহ্বান জানাল চীন

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর টানা কয়েক রাত ধরে দুই দেশের সীমান্ত এলাকায় গুলিবিনিময় চলছে, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

ভারতীয় সেনাবাহিনী জানায়, রোববার (২৭ এপ্রিল) পাকিস্তান থেকে বিনা উসকানিতে গুলি চালানো হলে তারা পাল্টা জবাব দেয়। সীমান্তের পার্শ্ববর্তী অঞ্চলে এটি ছিল টানা চতুর্থ রাতের গুলিবিনিময়। একই সঙ্গে, ভারত কাশ্মীর অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করেছে।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পর্যটন অঞ্চল পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ভারত দাবি করেছে, হামলার সঙ্গে পাকিস্তানি সন্ত্রাসীরা জড়িত। যদিও ইসলামাবাদ এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

হামলার ঘটনাটি ভারতের মধ্যে শোক এবং তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। দেশের অভ্যন্তরে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিও উঠে এসেছে। ভারত সরকার সরাসরি পাকিস্তানকে কাশ্মীরে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার জন্য দায়ী করছে।

সীমান্তে গুলিবিনিময় প্রসঙ্গে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, পাকিস্তানের একাধিক সামরিক পোস্ট থেকে গুলি চালানো হলে তারা তা প্রতিহত করেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে চীন, যাকে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচনা করা হয়, সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে বলেছে, তারা আশা করে ভারত ও পাকিস্তান উভয় দেশই সংযম প্রদর্শন করবে। একই সঙ্গে চীন যে কোনো পদক্ষেপকেই স্বাগত জানিয়েছে, যা অঞ্চলটিতে উত্তেজনা প্রশমনে সহায়ক হবে। আন্তর্জাতিক মহলে চীনের এই শান্তির আহ্বানকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। খবর রয়টার্স।

পাকিস্তান সেনাবাহিনী পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিগত তিন দিনে আফগানিস্তান সীমান্ত থেকে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে, যারা অবৈধভাবে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করছিল।

এদিকে, ভারতীয় প্রশাসন কাশ্মীর অঞ্চলে সন্ত্রাসীদের খোঁজে বড় ধরনের অভিযান চালাচ্ছে। এরই অংশ হিসেবে প্রায় ৫০০ জনকে আটক করা হয়েছে এবং তল্লাশি চালানো হয়েছে এক হাজারেরও বেশি বাড়ি ও বনাঞ্চলে।

কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এ প্রসঙ্গে বলেন, সন্ত্রাসবিরোধী অভিযানে যেন সাধারণ নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। তিনি আরও জানান, প্রথমবারের মতো কাশ্মীরি জনগণ সন্ত্রাসবিরোধী অবস্থান প্রকাশ্যে দেখাচ্ছে, যা ভবিষ্যতে পরিস্থিতি পরিবর্তনের ইঙ্গিত দেয়।

এদিকে হামলাকারী হিসেবে কাশ্মীর রেজিস্টেন্স ফ্রন্ট (টিআরএফ) নামের একটি গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে। জবাবে গোষ্ঠীটি তাদের সামাজিক মাধ্যমে জানায়, তারা পেহেলগাম হামলার সঙ্গে জড়িত নয়। পূর্বে দায় স্বীকার করে দেওয়া এক পোস্টকে ‘সাইবার হ্যাকিংয়ের’ ফল বলে দাবি করেছে সংগঠনটি।

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জানিয়েছেন, সীমান্তের গুলিবিনিময় তাদের খুব একটা ভীত করে না, কারণ তারা যুদ্ধপরিস্থিতির মধ্যেই বড় হয়েছেন।

চলমান উত্তেজনার মধ্যে, চীন ভারত ও পাকিস্তান উভয়কে দায়িত্বশীল আচরণ করার এবং শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে শান্তির জন্য এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা ছেড়েছে প্রথম হজ ফ্লাইট

নিষিদ্ধ নাইট ক্রিম বিক্রির অপরাধে জরিমানা 

আইপিএলে দুর্দান্ত শতক হাঁকিয়ে ইতিহাস গড়লেন ১৪ বছরের বৈভব

ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

মাদকসেবন করতে না দেওয়ায় তরুণের আত্মহত্যার চেষ্টা

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ চ্যাথাম হাউজের প্রতিনিধির বৈঠক

বিদ্যুৎবিহীন আশুলিয়ার ডিইপিজেড, ৯০ কারখানায় ছুটি ঘোষণা

সিলেটে দুই কিশোরীকে দিয়ে অনৈতিক কাজ, স্বামী-স্ত্রী কারাগারে

শহীদ কন্যা লামিয়ার পরিবারের পাশে বিএনপির স্বাস্থ্য সেল

দেশে চাঁদাবাজি দখলদারি নিয়ে ব্যস্ত একটি দল : চরমোনাই পীর

১০

৩১ দফা হলো মানুষের অধিকার : নিজান

১১

আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

১২

অবশেষে বদলি হলেন ওসি সফিকুল

১৩

সুনামগঞ্জে উপজেলা আ. লীগ সভাপতিসহ ৫ নেতা কারাগারে

১৪

নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, সন্ত্রাসীদের গণপিটুনি

১৫

হজ ফ্লাইটের উদ্বোধন, রাতে ঢাকা ছাড়ছেন ৩৯৮ হজযাত্রী

১৬

ইসরায়েলি চাপ তোয়াক্কা না করেই পারমাণবিক কর্মসূচির পথে ইরান

১৭

টানা শাটডাউন কর্মসূচির ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের 

১৮

ন্যায্য নগর গঠনে ভূমিকা রাখবে নবায়নযোগ্য জ্বালানি : ডিএনসিসি প্রশাসক

১৯

মালদ্বীপে ৫০ প্রবাসী শ্রমিক আটক

২০
X