কাশ্মীর হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেয় ভারত। পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিত করে পাকিস্তান। এতে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়েছে নয়াদিল্লি।
পাকিস্তান বিজনেস ফোরাম (পিবিএফ) যাচাই-বাছাই শেষে জানিয়েছে, পাকিস্তানের মাটি ব্যবহারে বাণিজ্য কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার কারণে ভারত প্রায় ১.১৪ বিলিয়ন ডলারের বাণিজ্য ক্ষতির সম্মুখীন হতে পারে।
পিবিএফ কর্মকর্তাদের বরাতে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে পাকিস্তানে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। যেখানে ভারত থেকে আমদানি মাত্র ০.৪২ মিলিয়ন ডলারের।
এ ছাড়া ফোরাম জানিয়েছে, পাকিস্তানের মধ্য দিয়ে আফগানিস্তানে পরিবহন করা ভারতীয় পণ্য বার্ষিক প্রায় ৬৪০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। ইসলামাবাদের নিষেধাজ্ঞায় যা ব্যাহত হবে। ফলে ভারতের বাণিজ্য ক্ষতিকে আরও বাড়িয়ে তুলবে।
পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়ে ব্যবসায়িক ফোরাম ভারতীয় উসকানি মোকাবিলায় সরকারি উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে।
পিবিএফ সভাপতি খাজা মেহবুব উর রেহমান বলেন, ব্যবসায়ী সম্প্রদায় পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সঙ্গে দৃঢ়ভাবে আছে এবং থাকবে। কয়েক বছর অন্তর পাকিস্তানকে দোষারোপ করার ভারতের অভ্যাস আর গ্রহণযোগ্য নয়। কয়েক বছর চুপ থাকা এবং হঠাৎ করে আবার পাকিস্তানের দিকে আঙুল তোলা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। যথেষ্ট ধৈর্য দেখানো হয়েছে, আর না।
জ্যেষ্ঠ সহসভাপতি আমনা মুনাওয়ার আওয়ান পেহেলগাম হামলার পর ভারতের অভিযোগগুলোকে অযৌক্তিক মিথ্যাচার বলে অভিহিত করেন। তিনি বলেন, এই ঘটনাটি ভারত-অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন ধামাচাপা দেওয়ার একটি ব্যর্থ প্রচেষ্টা।
প্রধান সংগঠক আহমেদ জাওয়াদ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত বাণিজ্য সম্পর্ক সম্পূর্ণ বন্ধের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি ভারতকে আঞ্চলিক অর্থনৈতিক সংহতি এবং শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করার জন্য অভিযুক্ত করেন।
ফোরামটি ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত করার নিন্দা জানায় এবং এই সিদ্ধান্তকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য ক্ষতিকারক বলে অভিহিত করেছে।
জাওয়াদ বলেন, আমাদের এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হলো ঐক্য, স্থিতিস্থাপকতা এবং পাকিস্তানকে প্রথমে অগ্রাধিকার দেওয়া।
মন্তব্য করুন