পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে সক্রিয়ভাবে কাশ্মীরিদের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির জামায়াতে ইসলামীর (জেআই) আমির হাফিজ নাঈম।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারত একতরফাভাবে সিন্ধু পানিচুক্তি বাতিল করতে পারে না, কারণ বিশ্বব্যাংক এই চুক্তির গ্যারান্টর।
এসময় তিনি ভারতের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ সমালোচনা করেন। একইসঙ্গে পাকিস্তান সরকারের প্রতি কাশ্মীরিদের পক্ষে আরও সক্রিয়ভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
হাফিজ নাঈম আরও বলেন, পেহেলগাম হত্যাকাণ্ডের ঘটনা বিশ্বে ভারতীয় নাটক প্রকাশ করেছে, যা সবার সামনে স্পষ্ট হয়েছে।
সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম এলাকায় গোলাগুলিতে ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। তদন্ত ছাড়াই ভারতের হিন্দুত্ববাদী সরকার পাকিস্তানকে দায়ী করে ৬৫ বছরের পুরনো সিন্ধু পানিবন্টন চুক্তি বাতিলের ঘোষণা দেয়।
পাকিস্তান এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) জানিয়েছে, পানি পাকিস্তানের প্রাণরসায়ন এবং এটিকে অবরুদ্ধ বা সরানো হলে তা যুদ্ধ ঘোষণার শামিল হবে। সূত্র: জিও নিউজ
মন্তব্য করুন